নতুন আমি

নতুনরূপে ইভা

ইভা রানী দাশ, সাজানোর আগে
ইভা রানী দাশ, সাজানোর আগে

ইভা রানী দাশ। ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির জ্যেষ্ঠ কর্মকর্তা। জন্ম চাঁদপুরে। ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়তে। তারপর এখানেই থেকে যাওয়া। পছন্দের পোশাক সালোয়ার-কামিজ ও শাড়ি। সাজার প্রতি খুব একটা ঝোঁক নেই। নকশার ‘নতুন আমি’ আয়োজনে তাঁকে দেওয়া হলো নতুন রূপ। চেহারাতেই চলে এল পরিবর্তন।

ইভার এই নতুন রূপ দিয়েছেন পারসোনার পরিচালক নুজহাত খান। উজ্জ্বল শ্যামলা মেয়েটির চেহারা বেশ ধারালো। ত্বক ভালো, চোখও বেশ সুন্দর। মেকআপের মাধ্যমে তাঁর সৌন্দর্যকে আরেকটু বাড়িয়ে তোলা হয়েছে শুধু। জানালেন নুজহাত খান।

‘নতুন আমি’ আয়োজনটি ভালো লেগেছে ইভা রানী দাশের। এখানেই প্রথমবারের মতো চুলে রং করালেন। পুরো আয়োজনের মধ্য দিয়ে অনেকটা নতুনভাবেই যেন নিজেকে দেখলেন তিনি।

চুল

লম্বা চুলেই টুইডি কাট দেওয়া হয়েছে। প্রতিদিন সকালে উঠে বাড়তি সময় দিয়ে চুল সেট করতে হবে না। চুলের মূল রং হিসেবে গাঢ় বাদামি ব্যবহার করা হয়েছে। হালকা বাদামির মাধ্যমে বেবি লাইট করা হয়েছে।

সাজানোর পর। ছবি: সুমন ইউসুফ

মেকআপ

শাড়ির সঙ্গে মিলিয়ে মেকআপটাও হালকা রাখা হয়েছে। চকলেট ও শ্যাম্পেন রঙের আইশ্যাডো দেওয়া হয়েছে চোখে সাজানো। ঠোঁটেও হালকা রং। যেহেতু ইভা কম মেকআপ করেন, অল্প মেকআপেই তাঁর চেহারায় নতুনত্ব চলে এসেছে।

পোশাক

শাড়ি পরতে পছন্দ করেন ইভা। শাড়িতেই তাঁকে সাজানো হয়েছে। তবে এটি শাড়ির আধুনিক চেহারা-প্যান্ট শাড়ি।

গ্রন্থনা: রয়া মুনতাসীর

সাজ: নুজহাত খান

পোশাক: ক্লাব হাউস

‘নতুন আমি’

প্রিয় পাঠক, নকশার নতুন বিভাগ ‘নতুন আমি’। এ বিভাগের মাধ্যমে আগ্রহী পাঠকদের মেকওভার করে দেওয়া হবে। খ্যাতিমান রূপবিশেষজ্ঞদের হাতে তিনি হয়ে উঠবেন ‘নতুন আমি’। এ বিভাগে ছেলে ও মেয়েরা অংশ নিতে পারবেন। ছবি ও পূর্ণ নাম, ঠিকানা, ফোন নম্বর পাঠিয়ে দিন নকশায়।

ই–মেইল: naksha@prothomalo.com

ঠিকানা: নকশা, প্রথম আলো, ২০-২১ প্রগতি ইনস্যুরেন্স ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই–মেইলের সাবজেক্টে বা খামের ওপর লিখতে হবে ‘নতুন আমি’