কয়েক বছর ধরে দুর্গাপূজায় বাড়তি মনোযোগ কাড়েন বাঙালি বলিউড তারকারা। তাঁদের ভেতর বিশেষভাবে মনোযোগ আর ক্যামেরা তাক করে রাখা হয় কাজল আর রানী মুখার্জির ওপর। তাঁরা দুজন বলিউডের সফলতম বাঙালি অভিনেত্রী। সম্পর্কে আবার দুজনে দূরসম্পর্কের বোন হন। ৪৭ বছর বয়সী কাজল রানীর চেয়ে ৪ বছরের বড়। দীর্ঘ সময় বলিউডের রাস্তায় নীরব যুদ্ধের পর এই মণ্ডপেই একে অপরকে জড়িয়ে ধরে শেষ করেছেন অতীতের সব মনোমালিন্য। দেখে নেওয়া যাক, নবমীতে এই দুই তারকার সাজপোশাক।
কাজল তিন দিনে তিন সাজে দেখা দিয়েছেন। এদিকে রানীকে সবাই খুঁজে খুঁজে হয়রান। অবশেষে নবমীতে দেখা দিলেন রানী মুখার্জি। পরনে লাল পাড়ের নজরকাড়া টকটকে হলুদ শাড়ি। পরেছেন লাল টকটকে ব্লাউজ দিয়ে। বাঙালি হিন্দু নারীর সাধারণ সাজের অংশ হিসেবে মাথায় সিঁদুর আর কপালে লাল টিপ দিয়েছিলেন। চুলগুলো টেনে পেছনে খোঁপা করেছেন। হাতে কঙ্কণ আর চুরি, কানে সোনার দুল, গলায় কুন্দনের হার। পুরোদস্তুর বাঙালি লুক যাকে বলে! আর পটভূমিতে দুর্গার প্রতিমাকে রেখে চওড়া হাসিতে সম্পূর্ণ করেছেন সাজ, পোজ দিয়েছেন আলোকচিত্রীদের ক্যামেরার সামনে।
২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ের পর থেকেই খানিকটা আড়ালেই চলে গেছেন রানী। ২০১৫ সালের নভেম্বরে মেয়ে আদিরার জন্মের পর তাঁর দেখা মেলাই ভার। সিনেমাও করেছেন একেবারে হাতেগোনা। সেগুলোর প্রচারণায়ও দেখা দিয়েছেন কদাচিৎ। টেলিভিশন বা অন্য অনুষ্ঠানেও তাঁর দেখা মেলা ভার। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেই তিনি। তাই দীর্ঘ সময় পর পূজামণ্ডপে হাসিমুখে রানীর দেখা মেলায় তাঁর ভক্তদের পূজার আনন্দে যোগ হয়েছে নতুন মাত্রা।
এবার দুর্গাপূজায় প্রায় প্রতিটি দিন নতুন নতুন শাড়ি আর সাজে দেখা দিয়েছেন কাজল। মা তানুজা মুখার্জি আর বোন তানিশা মুখার্জির সঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন তিনি। নবমীতে কাজল দেখা দিয়েছেন খুবই সিম্পল লুকে। হাতে আঁকা সবুজ শাড়ি, পরেছেন একই রঙের স্লিভলেস ব্লাউজ দিয়ে। আর গলায় হালকা চোকার। সাদামাটা মেকআপের সঙ্গে চোখভর্তি কাজল আর লিপস্টিকেই সাজ সম্পূর্ণকরেছেন। এর আগে সপ্তমী আর অষ্টমীতে তিনি দেখা দিয়েছেন লাল আর নীল শাড়িতে।
কাজলকে এবার দেখা যাবে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ও পরিচালক রেবতীর পরিচালনায় ‘দ্য লাস্ট হুররে’ সিনেমায়। এখানে কাজলকে সুজাতা নামের এক মায়ের চরিত্রে দেখা যাবে। যে মা হাসিমুখে সব চ্যালেঞ্জের মোকাবিলা করেন। এদিকে মেয়ে বড় হয়ে যাওয়ায় পর্দায় নিয়মিত দেখা দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন রানী। ২০২২ সালে তাঁকে দেখা যাবে ‘বান্টি অর বাবলি টু’আর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায়। ‘বান্টি অর বাবলি টু’ সিনেমার শুটিং শেষ হয়েছে। নীরবে কাজ চলছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার।