ইনস্টাগ্রাম থেকে তারকাদের ফ্যাশন ও বিউটি

দীপিকা কানে, কৃতি লাদাখে

ফ্যাশন–মুহূর্ত তৈরির সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। এক ঝাঁক বলিউড তারকা এই মুহূর্তে আছেন কান চলচ্চিত্র উৎসবে। তাঁদের ভেতর স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি আলো পড়েছে দীপিকা পাড়ুকোনের ওপর। এদিকে কৃতি শ্যানন লাদাখ থেকে একের পর এক ছবি পোস্ট করছেন। দেখে নেওয়া যাক নানা ফ্যাশন আর বিউটি মুহূর্ত, তারকাদের স্টাইল ও জীবনযাপনের নানা অনুষঙ্গ।

কালো অফ শোল্ডার, লম্বা হাতা, বডি হাগিং, ডিপ নেক গাউনের সঙ্গে দীপিকা পাড়ুকোন পরেছেন ফরাসি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড কার্তিয়েরের হিরের গয়না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ভারতীয় ডিজাইনার মাসাবা গুপ্তা বাংলাদেশের ফ্যাশনিস্তাদের কাছেও পরিচিত। অনেকেই গায়ে চাপান তাঁর ব্র্যান্ডের পোশাক। এই গরমে নাকি ফ্যাশনের সঙ্গে আরামও দেবে মাসাবা গুপ্তার নতুন কালেকশন
বলিউড তারকা কৃতি শ্যানন এখন ভারতের লাদাখে। কৃতি–ভক্তরাও নাকি এই তীব্র দাবদাহে লাদাখে ঘুরে বেড়াচ্ছেন। এই ছবিটি প্রকাশ করে এমনটাই ক্যাপশনে লিখেছে ফ্যাশন ম্যাগাজিন ফিল্মফেয়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
কৃতির লাদাখ ভ্রমণের আরেকটি ছবি
ভিন্ন লুকে বলিউডের নামকরা ড্যান্সার নোরা ফতেহি
লুই ভুঁতোর হট পিংক স্কার্ট আর সাদা প্রিন্টেড শার্টকে টপ বানিয়ে পরে কানের ষষ্ঠ দিনে বলিউডের ‘এ ক্লাস’ তারকা দীপিকা পাড়ুকোন। দীপিকা এই ফরাসি লাক্সারি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর
কালো ভিন্টেজ শাড়ি আর চোকারে বলিউড তারকা অদিতি রাও হায়দারি
বিশ্বখ্যাত ভারতীয় বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা এই ঐতিহ্যবাহী, ছিমছাম কাজের সাদা শাড়িতে কান চলচ্চিত্র উৎসবে দেখা দিয়েছেন অদিতি
আজ শাহরুখকন্যা সুহানা খানের ২২তম জন্মদিন। এই ছবিটি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মা গৌরী খান
শহীদ কাপুর ও ম্রুণাল ঠাকুর অভিনীত ‘জার্সি’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। এই ওটিটি প্ল্যাটফর্মের বিশেষ ফটোশুটে অংশ এই দুই তারকা
গোল্ডেন অফ শোল্ডার স্লিট গাউনে কানের রাস্তায় ভারতীয় টেলিভিশন তারকা হিনা খান
আজারবাইজান ফ্যাশন হাউস সোফি কুটর বানিয়েছে হিনা খানের এই অফ শোল্ডার ল্যাভেন্ডার গাউন। এটি পরেই কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন তিনি