শাড়ি যে কতভাবে পরা যায়, তা নিয়ে পরীক্ষা–নিরীক্ষা কম হয়নি। ব্লাউজে ভিন্নতা এনে, শাড়ি নানান ঢংয়ে পরে, শাড়ির সঙ্গে বেল্ট, কোটি, ব্লেজার ও জ্যাকেট জুড়ে, আরও নানাভাবে। নানা কারণে জনপ্রিয়তায় খানিক ভাটা পড়লেও শাড়ি বাঙালি নারীর প্রিয় পোশাকের তালিকায় এখনো সবচেয়ে ওপরে। এই একটি পোশাক যা মানিয়ে যায় যেকোনো অনুষ্ঠানে, দিনে-রাতে যেকোনো সময়। জমকালো বা আনুষ্ঠানিক দাওয়াত, বাড়িতে, আড্ডায়, পার্টিতে—এমনকি অফিসে সব জায়গাতেই সমান গ্রহণযোগ্যতা রয়েছে। বলিউড তারকা সোনম কাপুর দুবার কান চলচ্চিত্র উৎসবে শাড়ি পরেছেন। দুবারই তিনি ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। সোনমের ইনস্টাগ্রাম ঘুরে দেখে নেওয়া যাক শাড়ি পরার রকমফের।