দশ শাড়িতে সোনমের দশ লুক

শাড়ি যে কতভাবে পরা যায়, তা নিয়ে পরীক্ষা–নিরীক্ষা কম হয়নি। ব্লাউজে ভিন্নতা এনে, শাড়ি নানান ঢংয়ে পরে, শাড়ির সঙ্গে বেল্ট, কোটি, ব্লেজার ও জ্যাকেট জুড়ে, আরও নানাভাবে। নানা কারণে জনপ্রিয়তায় খানিক ভাটা পড়লেও শাড়ি বাঙালি নারীর প্রিয় পোশাকের তালিকায় এখনো সবচেয়ে ওপরে। এই একটি পোশাক যা মানিয়ে যায় যেকোনো অনুষ্ঠানে, দিনে-রাতে যেকোনো সময়। জমকালো বা আনুষ্ঠানিক দাওয়াত, বাড়িতে, আড্ডায়, পার্টিতে—এমনকি অফিসে সব জায়গাতেই সমান গ্রহণযোগ্যতা রয়েছে। বলিউড তারকা সোনম কাপুর দুবার কান চলচ্চিত্র উৎসবে শাড়ি পরেছেন। দুবারই তিনি ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। সোনমের ইনস্টাগ্রাম ঘুরে দেখে নেওয়া যাক শাড়ি পরার রকমফের।
সোনমের প্রিয় ডিজাইনারদের ভেতর অন্যতম অনামিকা খান্না। তিনিই মডার্ন এই শাড়ির ডিজাইন করেছেন। বলা হয়, শাড়িকে এর চেয়ে সুন্দরভাবে খুব কমই ‘ক্যারি’ করা হয়েছে। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের সেরা পোশাকগুলোর ভেতর এটি অন্যতম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এটিও কানের রেড কার্পেটের ছবি। এখানে শাড়ির সঙ্গে কোটি আর কোটিতে ঐতিহ্যবাহী নকশায় সোনম পূর্ব আর পশ্চিমকে মিলিয়েছেন
শাড়ি পরা যেতে পারে এ রকম আটপৌরে করেও
এক রঙা শাড়ি, ব্লাউজ আর কোটিতেও দেখাবে গর্জিয়াস
ব্লাউজ আর বেল্টেই বদলে গিয়েছে শাড়ির লুক
প্রিন্টের শাড়ির সঙ্গে একই প্রিন্টের ব্লাউজেও দেখাবে মানানসই
রেডিমেড শাড়িতে অভিজাত সোনম
শাড়িতে কত মডার্ন লুক আনা যেতে পারে, এই ছবিতে দেখুন
এই শাড়িও কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়ে পরেছিলেন সোনম
শাড়িতে টিপটপ