তুমুল ব্যস্ততার মধ্যেও এই ঈদে পোশাকে স্বাচ্ছন্দ্য পেতে চাইলে

ঈদুল ফিতরে পোশাক নিয়ে যতটা আগ্রহ থাকে, ঈদুল আজহায় তা খানিকটা ঝিমিয়ে পড়ে। ‘কোরবানির ঈদ’ বলে কথা। সকালে উঠে নামাজ সেরেই কোরবানির কাজ, রান্নাঘরে তুমুল ব্যস্ততা—এগুলো ছাড়া কোরবানির ঈদ হয় নাকি? পাশাপাশি সারা দিন কাজের পর কিছুটা আয়েশ করার ফুরসতও যেন পাওয়া যায়। এ সময় অনেকে বাড়িতে থাকতে পছন্দ করেন, অনেকে আবার বেরিয়ে পড়েন ঈদের মাংস বিলাতে। যে ব্যস্ততার মধ্য দিয়েই ঈদ কাটুক না কেন, বেছে নিতে পারেন আরাম ও স্বাচ্ছন্দ্যের পোশাক।

এগিয়ে থাকবে ‘সুতি’

শাড়ি: কিউরিয়াস

ঈদে যদি আপনি দুটি পোশাক নেন, এর ভেতর একটি শাড়ি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। এবারের ঈদে নতুন শাড়ির ভাঁজ ভাঙবেন অনেকেই। গরমে আরাম দেবে হালকা রঙের সুতি শাড়ি। রং হিসেবে বেছে নিতে পারেন ফিকে হলুদ, উজ্জ্বল হলুদ, ঘিয়া, হালকা সোনালি, বাসন্তী, জলপাই রং, টিয়া, পেস্ট, বেবি পিংক, বাঙ্গি, আকাশি নীল, বেবি ব্লু, সমুদ্রের নীল, লাইট চকলেট ও ঘুরেফিরে চিরকালীন সাদা।

ক্যাজুয়াল টপ–প্যান্ট

পোশাক: লা রিভ

পশ্চিমা আরামদায়ক পোশাকের নাম নিতেই সবার আগে হাজির হবে টপ–প্যান্ট। নানা ধরনের টপের ভেতর এগিয়ে থাকবে টিউনিক আর কাফতান। এর সঙ্গে পরে ফেলতে পারেন স্বস্তিদায়ক মম জিনস, বয়ফ্রেন্ড জিনস বা ফ্লেয়ার কাটের আঁটসাঁট নয়, এমন যেকোনো প্যান্ট। জিনসের বদলে চাইলে আপনার পছন্দমতো কাপড় কিনেও প্যান্ট বানিয়ে নিতে পারেন। পরতে পারেন পালাজ্জোও।

বাদ যাবে না সালোয়ার–কামিজ

পোশাক: অঞ্জন’স

মেয়েদের ঈদ কেনাকাটার তালিকায় সালোয়ার-কামিজের অবস্থান থাকে ওপরের দিকে। সুতি, লিনেন, সিল্ক, টিস্যু, ভিসকস, জর্জেট, অরগাঞ্জা—এ কাপড়গুলোই ঘুরেফিরে আসবে। তবে কাপড়, নকশা সবকিছুতেই প্রাধান্য পাবে আরামের বিষয়টি।

ফ্রক–কামিজে অভিজাত লুক

পোশাক: লা রিভ

ফ্রক কাটের কামিজ বা আনারকলি কাটের কামিজ সব সময়ই বয়ে নিয়ে আসে আভিজাত্য। সেখানে একটু গাঢ় রং–ই প্রাধান্য পায়।

কটির বাহার

পোশাক: লা রিভ

যাঁরা একটু পশ্চিমা পোশাকের প্রতি ঝুঁকেছেন, তাঁরা চাইলে টপের ওপর চাপিয়ে দিতে পারেন কটি। সেই কটিতে থাকতে পারে র‌্যাফল বা কুঁচির ব্যবহার। কটির কাটে চলতে পারে নিরীক্ষা। পোশাকের ওপর একটু আলাদা করে নজরে আসে এমন একটি কটি চাপিয়ে নিলেই আপনার লুক হয়ে উঠবে ‘জমকালো’। আবার দিনভর পোশাকটি বহন করাও সহজ হবে।

স্কার্ট–টপে টিপটপ

পোশাক: লা রিভ

স্কার্টের ভেতর এ লাইন, সার্কেল, বক্স প্লিট দেওয়া আর জিপসি স্কার্টের চল বেশি। এখন অনেকেই স্কার্টের সঙ্গে লম্বা টপ পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ঈদের দিনও চটপট তৈরি হতে তুলে নিতে পারেন স্কার্ট।