টাবুর দেওয়া কুর্তিতে মার্কিন মুলুকে বাঁধন

মার্কিন মুলুকের টেক্সাসে চলছে ‘ইন্ডি মিম ফিল্ম ফেস্টিভ্যাল’। এই উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশের দুটি ছবি—আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ও নুহাশ হুমায়ূন পরিচালিত ‘মশারি’। উৎসবে অংশ নিতে সেখানে হাজির হয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’-এর রেহানা, অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অনলাইন দুনিয়ায় একের পর এক ভেসে উঠছে বাঁধনের ফ্যাশনেবল সব মুহূর্ত। আন্তর্জাতিক প্লাটফর্মে বাংলাদেশি পোশাক আর অলংকারকে যেভাবে তুলে ধরছেন, তার প্রশংসা করছেন ভক্তরা। চোখ বুলিয়ে নেওয়া যাক সেগুলোতে।
বটল গ্রিন রঙের ওপর হাতের কাজের কুর্তি আর সাদা লেগিংস, এই সাধারণ পোশাকেই ‘গর্জিয়াস’ হয়ে দেখা দিলেন বাঁধন। গয়নাগুলোও কুর্তিটির সঙ্গে দারুণ মানিয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
পোশাকটি বাঁধনকে কে উপহার দিয়েছিলেন জানেন? বলিউড তারকা টাবু। বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’য় অভিনয় করতে গিয়ে গুণী এই অভিনেত্রীর কাছ থেকে উপহারটা পেয়েছিলেন তিনি। পোশাকটি পরার জন্য একটা বিশেষ উপলক্ষের অপেক্ষায় ছিলেন
টাবুর দেওয়া পোশাকের সঙ্গে বাঁধন কানে পরেছেন টপস। ডান হাতে ব্রেসলেট আর গলায় মালা। তিনটি অলংকার একই সেটের
জুয়েলারি ব্র্যান্ড ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’কে ফোন করে বাঁধন জানিয়েছিলেন যে তিনি ‘ইন্ডি মিম ফিল্ম ফেস্টিভ্যাল’–এ অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে যাচ্ছেন। তারা বাঁধনকে বেশ কিছু গয়না দেয় পরার জন্য। সেখান থেকেই ওগুলো পরেছেন তিনি। বাঁধন ভূয়সী প্রশংসা করেন নুহাশ হুমায়ূন পরিচালিত ‘মশারি’র। বলেন, এখানে শীলা আহমেদের মেয়ে দারুণ অভিনয় করেছে। সেই শিশু অভিনেত্রীর অভিনয়ে বাঁধন মুগ্ধ
‘ইন্ডি মিম ফিল্ম ফেস্টিভ্যাল’-এর লালগালিচায় এই শাড়ি পরেছিলেন বাঁধন। তাঁকে শাড়িটি দিয়েছে ক্লোদিং ব্র্যান্ড নাবিলা
জাঁকজমকপূর্ণ এই শাড়ির সারা শরীরে চুমকি, পুতি আর পাথরের কাজ করা
শাড়ির সঙ্গে মিলিয়ে ব্রেসলেট, কানের দুল, গলার মালা, আংটি আর চুলের কাঁটা দিয়েছে ঘড়ি আর জুয়েলারির ব্র্যান্ড ‘সিক্স ইয়ার্ডস স্টোরি’
জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে ব্যক্তিগত আর পেশা জীবন— দুটোরই সেরা সময়ে দাঁড়িয়ে আছেন বাঁধন
সেখানেই বাঁধনের দেখা হয়েছে একঝাঁক বলিউড তারকা, প্রযোজক ও কলাকুশলীর সঙ্গে
তৃতীয় দিনে বাঁধন পরেছেন আজারাজ বাই সুমির এমব্রয়ডারির কাজের একটি সালোয়ার কামিজ। এদিনই বাঁধনকে লাল রঙের ছোট টিপ পরতে দেখা গেছে। এদিন ছিল রেহানার প্রদর্শনী
বাঁধন আগেই জানিয়েছেন, তাঁর কাছে সাজ মানে চোখভর্তি কাজল আর লিপস্টিক। তাই প্রতিটা দিনের সাজেই এগুলো ছিল। প্রাধান্য পেয়েছে ন্যুড মেকআপ