ছোট চুল এখন ঘাড় অবধি আর নেই। ছুঁয়েছে কাঁধও। চলতি ফ্যাশন এটা। এই দৈর্ঘ্যের চুল রাঙানো যায়, বাঁধাও যায় নানা মতো। ছোট চুলের বাঁধনেও এসেছে নতুনত্ব।
মিউনিস ব্রাইডালের রূপ বিশেষজ্ঞ তানজিমা শারমীন বলছিলেন, লম্বা বব আদলে কাটা এই ছাঁট মানিয়ে যাবে যেকোনো পোশাকের সঙ্গে। আবার মজার ব্যাপার হলো, এই ছোট্ট চুলেও বাঁধতে পারেন বিনুনি, খোঁপা আর ছোট্ট পনিটেল। সাধারণত হালকা কোঁকড়া চুলে এই কাটটা বেশি মানায়। তবে যাঁদের স্ট্রেইট চুল, চিন্তা নেই তাঁদেরও। এই কাট দেওয়ার পর আপনার চেহারার সঙ্গে মানিয়ে যাবে, এমন হেয়ার কালারে চুলটাকে রাঙিয়ে নিতে পারেন। এতে যেমন বাড়বে চুলের ভলিউম, তেমনি আপনি সেজে উঠবেন নতুন সাজে।