সাজ

গরদের শাড়িতে সাজবেন কীভাবে

শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন, বিজয়া দশমী। এই দিন গরদ শাড়ির আবেদন যেন চিরন্তন হয়ে ওঠে। লাল পেড়ে সাদা জমিনের এই গরদের সঙ্গে মানিয়ে যায় ভারী গয়নার সাজ। তাহলে চলুন দেখে নিই গরদের শাড়ির সঙ্গে মিলিয়ে সাজটা কেমন হতে পারে আজ।

মডেল: বিদ্যা সিনহা মিম
ছবি: নকশা

লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে পরতে পারেন সোনালি জরির কাজের ব্লাউজ। গলায় তিন ধরনের নকশার মালায় সাজে আসবে পূর্ণতা। গরদের শাড়ির সঙ্গে ঝুমকোর দুলটাই মানায় বেশি। চোখে কাজল আর হালকা লিপস্টিকে পূর্ণ হতে পারে সাজ।

মডেল: মৌটুসী

এই সাজের মূল আকর্ষণ চুলের বাঁধন। চুলগুলো কোঁকড়া করে নিন। এবার (ছবির মতো) পেছন দিয়ে অর্ধেক চুল ভেতরে ঢুকিয়ে ক্লিপ আটকে দিন। কপালে পরতে পারেন বড় লাল টিপ। গলায় সোনালি চিক আর মুক্তো লহর মালায় পরিপূর্ণ সাজ।

মডেল: দোয়েল

চোখের সাজটা এখানে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওপরে টানা আইলাইনার আর নিচে কাজলের ব্যবহারে চোখ পেয়েছে ভিন্ন মাত্রা। গলায় পিতলের লহর মালা আর একটি বালায় পরিপূর্ণ বিজয়া দশমীর সাজ।