ফ্যাশন শো

ঐতিহ্যের পোশাকে ঝলমলে এক রাত

দেশীয় ঐতিহ্যের আবহে ঝলমলে এক রাত নেমে এল রাজধানীর উত্তরার একটি পাঁচ তারকা হোটেলে। প্রাকৃতিক রঙের ব্যবহার ও হাতে তৈরি পোশাক নিয়ে প্রথমবার ফ্যাশন শোর আয়োজন করে ফ্রেন্ডশিপ কালার অব দ্য চার্স। ‘আ নাইট অব ট্র্যাডিশন’ শিরোনামের এই ফ্যাশন শো আয়োজিত হয়েছিল হোটেল লা মেরিডিয়ানে। গত শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে আরও ছিল দেশীয় কাপড়ের প্রদর্শনী। ছিল শাড়ি, স্কার্ফ, তৈরি পোশাক, গয়নাসহ ফ্রেন্ডশিপ কালার অব দ্য চার্সের আরও বেশ কিছু পণ্য। ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন।
সুতি শাড়িতে কিউতে মডেল। এই ফ্যাশন শোতে বিশেষ গুরুত্ব পেয়েছে দেশি কাপড়, নকশা আর রঙের সুতি শাড়ি
ছবি: সাবিনা ইয়াসমিন
জামদানি শাড়ি, সেই সঙ্গে হাতে লাল কাপড়ের ফুলের মালা
ছবি: সাবিনা ইয়াসমিন
কাছাকাছি রঙের জামদানি পরেছেন মডেলরা
সংগীতশিল্পী মেহেরিনের গান ও পারফরম্যান্স উপস্থাপন করা হয়
অভিনেত্রী আফসানা মিমি আলোঝলমলে মঞ্চে দর্শকদের উদ্দেশ্য করে দেন বিশেষ বক্তব্য
শাড়ি,র সঙ্গে কোট, জ্যাকেট নিয়েও বিশেষ উপস্থাপনা ছিল কালার অব দ্য চার্সের। প্রাকৃতিক রং ব্যবহার করে তৈরি পোশাকগুলো দারুণ নজর কাড়ে
ফ্যাশন শোতে মডেলদের অঙ্গে শোভা পেয়েছে ফ্রেন্ডশিপ কালার অব দ্য চার্সের দেশি গয়না
হালকা রঙের সুতি শাড়িতে তাঁরা
সালোয়ার-কামিজ, পাঞ্জাবির পাশাপাশি ভিন্নধর্মী কাটিংয়ের ফতুয়া পড়ে র‌্যাম্পে হাঁটেন মডেলরা
হাল ফ্যাশনের লম্বা জামার বৈচিত্র্য তুলে ধরা হয়
স্কার্ট, ফ্রকের নানান ধরন নিয়েও ছিল উপস্থাপনা
দেশীয় সুতি পাঞ্জাবিতে ছেলেদের পোশাকের সঙ্গে ছিল সাদা উত্তরীয়
মনমাতানো গানে মেহেরীন ও কিউতে মডেলরা
শাড়ি ও ব্লাউজের নানান ধরন প্রকাশ পায় এই ফ্যাশন শোর আয়োজনে
প্রাকৃতিক রঙের পোশাকগুলোই ছিল দর্শকদের মূল আর্কষণ
সবশেষে আলোকিত মঞ্চে আসেন নাজরা মাহজাবিন ও তাঁর পরিবার