ছোটদের পোশাকে উজ্জ্বল রং আর সুতির কাপড়ের ব্যবহার
ছোটদের পোশাকে উজ্জ্বল রং আর সুতির কাপড়ের ব্যবহার

শিশু

এই ঈদে ছোটদের পোশাক

শিশুদের জন্য হালকা নকশা আর কাপড়ের পোশাকই বেশি আরামাদায়ক

গরমের এই সময়ে শিশুদের পোশাকে যতটা আরাম রাখা যায়, সেই চিন্তা মাথায় রেখেই পোশাকের কাপড় ও নকশা নির্বাচন করা ভালো। শিশুদের জন্য এখন এক স্তরের পোশাকই বেশি আরামাদায়ক। এবার তাই দুই বা তিন স্তরের পোশাক দেখা যাচ্ছে একটু কম। প্রাকৃতিক তন্তু যেমন সুতি, হ্যান্ডলুম, লিনেন, তাঁত বা পাতলা খাদির পোশাক এবার পছন্দের তালিকায় প্রথমেই আসছে। এ ছাড়া সিল্ক, ভিসকস, সাটিন, অরগাঞ্জা, মসলিন, গ্লিটারি কাপড়, ডেনিম বা জর্জেটের মতো কৃত্রিম তন্তু ব্যবহার করা হলেও তা যেন ছোট শিশুর জন্য হয় স্বস্তিদায়ক, সেদিকে রাখা হয়েছে বাড়তি নজর।

মেয়েদের পোশাকের সম্ভারে আছে নানা নকশার র্স্কাট

শিশুদের আরাম ও স্বস্তির কথা চিন্তা করেই ঈদের পোশাক নকশা করেছে উজ্জু উম্মু। এই ফ্যাশন হাউসের সহকারী ম্যানেজার হুর এ জান্নাত বলেন, ঈদ হলেও শিশুদের পোশাকে এবার হালকা কাপড় বেশি ব্যবহৃত হয়েছে। উৎসবের আমেজ রাখতে গ্লিটার কাপড়ের ফ্রক রাখা হয়েছে। গেঞ্জি বা নিট কাপড় রাখা হয়েছে ফ্রকের নিচের অংশে। এতে শিশুর অস্বস্তি বোধ হবে না। মেয়েদের পোশাকে লেস, টারসেল, এমব্রয়ডারি, কারচুপি, সিকোয়েন্স, বাটিক, ব্লক, টাইডাই, স্ক্রিন প্রিন্টের ব্যবহার বরাবরের মতোই বেশি।

মেয়েশিশুদের ঈদের পোশাকে এবার এসেছে নতুন সব ধরন। ট্রেন্ডি টিউনিক, সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, টপ-বটম, টপ-স্কার্ট, শর্ট টপ, কাফতান, থ্রি-পিস, ওয়ান শোল্ডার ফ্রক, ফ্রিল ফ্রক, দাওয়াতের ফ্রক, জাম্প স্যুট, ক্রপ টপ, কোল্ড শোল্ডার টপ, লেগিংস, পালাজ্জো, ধুতি স্টাইলের পায়জামা, সোজা কাটের প্যান্ট, শর্ট প্যান্টসহ আরও বেশ কিছু বৈচিত্র্য এসেছে। গরম বেশি থাকায় আরাম পেতে লম্বা হাতা বা বড় প্যান্ট না পরাই ভালো।

পোশাকে আছে উজ্জ্বল রঙের ব্যবহার
হাতাকাটা পোশাকে আরাম পাবে শিশু

তাই বেশির ভাগ পোশাকে রয়েছে ছোট হাতা। প্যান্টগুলো রাখা হয়েছে ঢিলেঢালা, যাতে সহজেই গায়ে বাতাস লাগে। সুতি, ডেনিম বা লিনেনের স্কার্ট ছাড়াও মসলিন, জর্জেট বা অরগেঞ্জা কাপড়ের স্কার্টে বড় বড় ফুলের ছাপা প্রায় সব ফ্যাশন হাউসেই দেখা গেছে। এর সঙ্গে একরঙা টপ বা শার্ট এবারে একেবারেই নতুন। মেয়েদের কামিজের ঝুলে ও হাতায় উঁচু–নিচু কাটিং, ফ্রিল, কুঁচির ব্যবহার হয়েছে নতুন আঙ্গিকে।

সুতির শার্ট

ছেলেশিশুদের জন্য ছোট হাতার শার্ট, গেঞ্জি, ছোট ও মাঝারি প্যান্ট ফ্যাশন হাউস ঘুরে দেখা গেছে। এক রঙের প্যান্টের পাশাপাশি আছে ব্লিচ করা ডেনিমের প্যান্ট। উৎসব ও আরামের কথা ভেবে এবার উজ্জ্বল ও হালকা—দুই ধরনের পোশাকই দেখা গেছে। ছেলেশিশুদের পোশাকে সাদা, পেস্টাল ঘরানার রং, সাদার সঙ্গে হলুদ, নীলের ব্যবহার অনেক বেশি। মেয়েদের পোশাকে নীলের অনেক ধরন, লাল, ম্যাজেন্টা, সাদা, হলুদ, ফিরোজা, গোলাপি, বাদামি, হালকা সবুজ ইত্যাদি রঙের ব্যবহার হয়েছে বেশি।

গেঞ্জিতে আছে মজার নকশা

ছেলেদের পোশাকে সব থেকে বেশি ব্যবহার হয়েছে সুতি, লিনেন, পাতলা খাদি ও গেঞ্জি কাপড়। ছোট হাতার ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, পায়জামা-পাঞ্জাবি, ক্যাজুয়াল গেঞ্জি, সবই পাওয়া যাবে। ছেলে বাচ্চাদের পোশাকে ছোট ছোট ব্লক, ফুলের প্রিন্ট, গাড়ি, ছোট ছোট কার্টুন থাকছে। একরঙা পাঞ্জাবি ছাড়াও পাতলা খাদি কাপড়ে চেকের ব্যবহার হয়েছে।

পোশাক: উজ্জু উম্মু

পাঞ্জাবিজুড়ে এমব্রয়ডারি ছাড়াও নতুনত্ব আনতে বুকের এক পাশে অল্প করে কাজ করা হয়েছে। দেশীদশ, ক্লাব হাউস, শৈশব, লা রিভ, উজু উম্মু, সারা লাইফস্টাইল, সেইলরসহ আরও বেশ কিছু ফ্যাশন হাউস সেজেছে শিশুদের ঈদের পোশাকে।