ঈদের আগে ইনস্টাগ্রামে দেশি তারাদের ফ্যাশনেবল উপস্থিতি
জিনাত শারমিন
ফ্যশন আর বিউটিতে ভক্তদের প্রভাবিত করার ক্ষেত্রে দেশীয় তারকারাও কম যান না। ইনস্টাগ্রামের ছবিতে দেখে নেওয়া যাক সেগুলো।
দেশি তারকারা দেশি পোশাকের ব্র্যান্ডের প্রচারণা করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এই যেমন সাবিলা নূরের পরনে সি ওয়ার্ল্ড ফ্যাশন হাউসের পোশাক। তারা মূলত থ্রি–পিস বিক্রি করেশেওলা সবুজ আর কচি হলুদ শাড়িতে সজীব সাবিলাএই গরমে ট্রেন্ডে আছে হাতের কাজের এই সুতি থ্রি–পিসগুলো। এটি ফ্যাশন মার্ট ক্রাফটের। তারা ভারতীয় আর পাকিস্তানি পোশাকও বিক্রি করে
ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নামগুলোর একটি জাহিদ খান ব্রাইডাল মেকওভার। ছবিতে ঢালিউড ও টালিউড তারকা নুসরাত ফারিয়াবিয়েতে এখন অনেকেই বেছে নেন ভারী লেহেঙ্গা। সেখানেও লালের দাবি সবার ওপরে। ছবিতে নুসরাত ফারিয়াসম্প্রতি বিদ্যা সিনহা মিম বউ সেজেছেন জাহিদ খানের ব্রাইডাল মেকওভারে তিনি পরেছেন বিয়ের সবচেয়ে পরিচিত পোশাক, লাল শাড়ি। শাড়ির পাড় আর ওড়নায় বসানো হয়েছে গোল্ডেন লম্বা জরির লেইসএভাবেও বিয়েতে এমন একটি রং বেছে নিতে পারেন, যাতে আপনাকে দেখায় অন্য সব বিয়ের কনে থেকে আলাদা
বিজ্ঞাপন
ব্রাইডাল পোশাক, সাজের মতো ব্রাইডাল ফটোশুটেও এসেছে নতুনত্বপ্রিয়ালি বুটিকসের মডেল হয়েছেন জয়া আহসানসম্প্রতি ইরান-বাংলাদেশ যৌথ উদ্যোগের সিনেমা ‘ফেরেশতা’র প্রেস ব্রিফিংয়েও জয়া পরেছিলেন দেশি এই ক্লদিং ব্র্যান্ডের শাড়িচম্পা হাউস নাটকের চম্পার সাজে দেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী
বিজ্ঞাপন
মেহজাবীনের এই পোশাকটি দেশি ক্লদিং ব্র্যান্ড ‘ভোগ বাই প্রিন্স’ থেকে নেওয়াএটিও ‘ভোগ বাই প্রিন্স’–এর পোশাকএভাবেই তারকারা ঈদের আগে দেশি ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপনে অংশ নিয়েছেনএদিকে নুসরাত ফারিয়া আছেন ‘মিনিমালিস্টিক’ মুডেনুসরাত ফারিয়ার এই পোশাকটি জড়োয়া হাউস থেকে নেওয়াএটা টয়ার ‘বার্থডে ডিনার’ লুকমেক্সি ড্রেসে যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাস্তায় বাঁধন বান্ধবীর বাচ্চার সঙ্গে খেলছেন বাঁধন