আড়াই শ কোটি টাকার মালিক ভারতীয় এই ডিজাইনার

আজ চৈত্রের প্রথম দিন। তাতে কী! হঠাৎ গরম পড়ে গেছে বাংলাদেশে। বাংলাদেশ আর প্রতিবেশী রাষ্ট্র ভারতের আবহাওয়াও অনেকটা একই রকম। সেখানেও সময়ের আগেই আধিপত্য চলছে গ্রীষ্মের। ফ্যাশন দুনিয়ায়ও লেগেছে সেই হাওয়া। মনীষ মালহোত্রাকে বলিউডের সবচেয়ে জনপ্রিয় ডিজাইনার বললে বাড়াবাড়ি হবে না। চলুন এই ডিজাইনার সম্পর্কে জানার পাশাপাশি দেখে আসা যাক তাঁর এবারের গ্রীষ্ম কালেকশনের কয়েকটি পোশাক।
বলা হয়, বলিউড তারকাদের ওয়ার্ডরোবের একটা অংশ থাকে কেবল মনীষ মালহোত্রার পোশাকের জন্য। হেন বলিউড তারকা নেই, যিনি এই ডিজাইনারের পোশাক পরেন না। ছবিতে ‘হ্যালো’ ম্যাগাজিনের ফটোশুটে জাহ্নবীর সঙ্গে মনীষ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এই দেখুন অনন্যা পান্ডের পরনে মনীষের নকশা করা লেহেঙ্গা। তাঁর এ ধরনের ভারী কাজের লেহেঙ্গার দাম ৮ লাখ থেকে ১৫ লাখ। তবে এই ডিজাইনারের লেহেঙ্গাগুলোর দাম ২ লাখ থেকে শুরু। সেগুলো তাঁর ব্র্যান্ডের ‘কম দামি’ পোশাক! তবে বিশেষ কোনো আয়োজন, তারকাদের বিয়ে বা ফ্যাশন শোতে শো স্টপারের লেহেঙ্গার দাম ছুঁয়ে ফেলে ৫০ লাখও!
ক্যাটরিনার পরনের শাড়িটি এই ডিজাইনারের নকশা করা। মনীষের কালেকশনের এ রকম শাড়ির দাম লাখ টাকা থেকে শুরু
ঐতিহ্য আর আভিজাত্যের মিশেলে এই আবহাওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে কৃতি শ্যাননের পরনের এই শাড়ি
‘লেডি বস’ লুকে প্যান্ট স্যুটে কারিশমা কাপুর
সামার কালেকশনের এই লেহেঙ্গাটি প্রশংসা কুড়াচ্ছে সর্বমহলে। এটিই এবারের কালেকশনের সর্বশেষ সংযোজন
মনীষ মালহোত্রার মাসিক আয় অনেক বলিউড তারকার চেয়ে বেশি। ২০২১ সালে ভারতের সবচেয়ে ধনী ১০ ডিজাইনারের তালিকার প্রথমেই রয়েছে তাঁর নাম। তাঁর মোট সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেছে ২৫০ কোটি টাকা। ছবিতে পরিণীতি চোপড়ার পরনের এই ডিজাইনারের করা নীলের কাছাকাছি তিন শেডের সিকুইনের শাড়ি
মনীষ মালহোত্রার ব্র্যান্ডের মালিক কিন্তু তিনি নিজে নন। মুকেশ আম্বানিদের পারিবারিক ব্যবসা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই ব্র্যান্ডের মালিক। ছবিতে জাহ্নবীর পরনে এই ব্র্যান্ডের সামার কালেকশনের কাফতান
ছবিতে মনীষের শাড়িতে শিল্পা শেঠি। ব্লাউজের কাটিং আর ডিজাইনে এমন নিরীক্ষা সচরাচর চোখে পড়ে না
মনীষের এবারের সংগ্রহ থেকে ম্রুণাল ঠাকুরের পরনের শাড়িটিও হিট! বিক্রি হয়েছে বেশ কয়েকটি