আনন্দে মাতি রঙিন পোশাকে

সারা দিন ঘুরে বেড়াতে চাই আরামদায়ক পোশাকে। পোশাক: শৈশব, মডেল: ওয়ানিয়া ও জাহ্নবি, কৃতজ্ঞতা: হারমনি স্পা, ছবি: নকশা
সারা দিন ঘুরে বেড়াতে চাই আরামদায়ক পোশাকে।  পোশাক: শৈশব, মডেল: ওয়ানিয়া ও জাহ্নবি, কৃতজ্ঞতা: হারমনি স্পা, ছবি: নকশা

বড়দের সঙ্গে সঙ্গে ছোট শিশুরাও নতুন পোশাক পরে শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমীর দিন পর্যন্ত ঘুরে বেড়াবে মণ্ডপে মণ্ডপে। ছোটদেরও তাই চাই নতুন ধারার সাজ। বাজার ঘুরে দেখা গেল, শিশুদের পোশাকে প্রাধান্য পেয়েছে সুতি ও লিনেন কাপড়ের ব্যবহার। এবারের পূজা যেহেতু বেশ গরমে আর তার সঙ্গে এই রোদ এই বৃষ্টির লুকোচুরিকে সঙ্গী করা সময়ে তাই ফ্যাশনের সঙ্গে সঙ্গে শিশু যাতে কম ঘামে, গরমে অস্বস্তি কম হয়, এমন পোশাক বেছে নেওয়াটা হবে সুবুদ্ধির পরিচয়।

ছেলেশিশুদের জন্য আড়ং এনেছে পাঞ্জাবির পসরা। সঙ্গে মিলিয়ে পরার জন্য কটিও থাকছে এখানে। প্রিন্টের এসব কটির ঝুল কখনো নামছে হাঁটু পর্যন্ত কখনো আবার কোনোটার ঝুল রয়েছে কোমর অবধি। আরও আছে পাঞ্জাবির সঙ্গে পরার জন্য সাধারণ সালোয়ার। এ ছাড়া পাঞ্জাবি, ফতুয়া, ধুতি, টি-শার্ট ও শার্টের জন্য নানান রং ও নকশার বাহারি পোশাকের সমাহার রয়েছে দেশি দশ ছাড়াও ছোটদের ব্র্যান্ড শৈশব বাংলাদেশে।

মডেল: ইপসার

মেয়েশিশুদের জন্য পূজায় এসেছে ট্রেন্ডি ফ্রক, স্কার্ট টপস, সালোয়ার–কামিজ, টপস-প্যান্ট ও শাড়ি। গুটি গুটি পায়ের শিশু থেকে শুরু করে দুরন্ত কিশোরী সবার সাজের জন্যই যেন সেজে উঠেছে প্রিয় পোশাকের দোকানটি। অপেক্ষা শুধুই নিজের করে কিনে নেওয়ার। প্রিন্টের ফ্রকের যেমন দেখা মিলেছে তেমনি একরঙা পোশাকে ব্লক, কাটওয়ার্ক, এমব্রয়ডারি, সুতা, চুমকি, জরি, লেস ছাড়াও নানান জায়গায় বসানো কুঁচির কাজ নজর কেড়েছে।

হাতাকাটা জামার থেকে বেশি চাহিদা দেখা গেছে অফ শোল্ডার ও নানান বৈচিত্র্যময় নকশার হাতাওয়ালা পোশাকের। স্কার্ট ও ঘাগরা টপসের ক্ষেত্রেও তাই। কিছু কিছু পোশাকে কটি তো আছেই তার সঙ্গে চিকন ফিতায় নানান ধরনের পুঁতি, ঘণ্টি বা কড়ির ব্যবহারে পোশাকটি হয়ে উঠেছে নজরকাড়া। এ ছাড়া বেশ কিছু দোকানে দেখা মিলেছে নামাবলি আঁকা, পূজার ও দেশজ মোটিফের প্রাধান্য। সুতি, সিল্ক, এন্ডি কটন, নানান ধরনের নেট, এন্ডি সিল্ক, লিনেন, হাফ সিল্ক কাপড়ের তৈরি বাহারি পোশাক আছে আড়ংয়ে। লম্বা কামিজ পেয়েছে প্রাধান্য। চাপা প্যান্ট, চুড়িদার, পালাজ্জো, স্কার্টের সঙ্গে মিলিয়ে ওড়না জুড়ে দিয়ে সেট আছে পছন্দের তালিকায়। আর পূজাতে শাড়ি না হলে হয়? ছোটদের জন্য দোকান ঘুরে বেছে নেওয়া যাবে পছন্দের শাড়ি। ব্লক কিংবা এমব্রয়ডারির সুতি শাড়ি শিশুদের জন্য আরামদায়ক। আর শাড়িটা যদি হয় ভাঁজে ভাঁজে সেলাই করা তাহলে সামলাতেও সুবিধা। আড়ং, রঙ বাংলাদেশসহ বেশ কিছু দোকানে এমন ধরনের শাড়ির দেখা মিলবে। আর ইচ্ছেমতো অনলাইনে কেনাকাটার সুযোগ তো থাকছেই।