কলকাতার একটি সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্ম তাঁর। মা সন্ধ্যা মুখোপাধ্যায় সরকারি আর্ট কলেজে পড়াতেন, চারু আর কারুশিল্পের কাজ করতেন। বাবা সুকুমার মুখোপাধ্যায় চাইতেন, ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হোক। কিন্তু ছেলে চেয়েছিলেন ফ্যাশন ডিজাইনার হতে। তাঁর স্বপ্ন ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনলজিতে (এনআইএফটি) পড়বেন। সেই স্বপ্নে সায় ছিল না বাবার। এই দোলাচলে পড়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। ভাগ্যিস ব্যর্থ হয়েছিলেন। নাহলে আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, নেহা কক্কর, ক্যাটরিনা কাইফরা বিয়েতে কার ডিজাইন করা পোশাক পরতেন? আত্মহত্যায় ব্যর্থ হয়ে ‘দ্বিতীয় জীবনে’ নিজের যা কিছু ছিল, সেসব বিক্রি করে দিয়ে ভর্তি হলেন এনআইএফটিতে। এখন তিনি ভারতের মতো ১৪০ কোটি মানুষের দেশের সেরা ফ্যাশন ডিজাইনারদের প্রথম সারির একজন। দেখে নেওয়া যাক, সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকের মডেল হিসেবে বলিউড তারকাদের। সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।