গেমিংয়ে চ্যাম্পিয়ন দলটির কেউ চিকিৎসক, কেউ গৃহিণী, কেউ উদ্যোক্তা, কেউ শিক্ষার্থী

টিম সেলেস্টিয়ালসের সদস্যরা
টিম সেলেস্টিয়ালসের সদস্যরা

উইমেন্স হিস্ট্রি মান্থ উপলক্ষে কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে ই-ব্লেজ চ্যাম্পিয়নশিপ-২০২৩। বাংলাদেশি নারী গেমারদের ১৬টি দল এতে অংশগ্রহণ করে। তবে সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম সেলেস্টিয়ালস। দলের সদস্যরা হলেন রিমশা ইকবাল, এশরাত কবির, জারিন নাওয়ার, সাবরিনা ইসলাম, তাজরিন আলম ও নিশাত নিতু। ভ্যালোরেন্ট গেমের চ্যাম্পিয়ন হিসেবে তাঁরা পেয়েছেন ৬০ হাজার টাকা অর্থ পুরস্কার।

চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে এশরাত কবির বলেন, ‘আমরা আমাদের সেরাটা দিতে চেয়েছিলাম। যেহেতু এটি একটি টিম গেম, তাই সবচেয়ে বেশি দরকার হয় একসঙ্গে খেলা এবং বেশি বেশি চর্চা করা। এগুলোই আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে।’

দলটির একেক সদস্য একেক ধরনের কাজের সঙ্গে যুক্ত। কেউ চিকিৎসক, কেউ গৃহিণী, কেউ উদ্যোক্তা, আবার কেউ শিক্ষার্থী। এসবের পাশাপাশি গেম খেলাটা চ্যালেঞ্জিং। তবু গেমিং নিয়ে তাঁরা অনেক দূর যেতে চান।

ইএমকে সেন্টারের ই-স্পোর্টস ক্লাব ই-ব্লেজ ও ‘আরেকটা গেমিং’-এর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত। শুরুর কোয়ালিফায়ার রাউন্ডটি অনলাইনে হলেও মূল পর্ব অনুষ্ঠিত হয় ইএমকে সেন্টারে।

এর আগে বেসিস ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিল টিম সেলেস্টিয়ালস। টানা দ্বিতীয়বারের মতো ল্যান প্রতিযোগিতার আসরে চ্যাম্পিয়ন হলো তারা।