মার্কিন মুলুকের বিভিন্ন অঙ্গনের তারকারা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে যেকোনো প্রার্থীকে সমর্থন দেন প্রকাশ্যেই। এবার বেশির ভাগ তারকার সমর্থন ছিল ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের দিকে। কিন্তু নির্বাচনে জিতে গেলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। ২০১৬ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ট্রাম্প। চেনাজানা মুখের মধ্যে ট্রাম্পকে যাঁরা সমর্থন দিয়েছেন, তাঁদের মধ্যে আছেন এই তারকারাও...
টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এর মালিক। ধনকুবের ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক হিসেবে বারবার জানান দিয়েছেন। শুধু জনসভায় ট্রাম্পের পাশে দাঁড়ানো নয়, ট্রাম্পের রাজনৈতিক কার্যকরী কমিটিতে লাখ লাখ ডলার দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন মাস্ক।
সাবেক রেসলিং মহাতারকা হাল্ক হোগান এক আগুনঝরা বক্তৃতায় ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ট্রাম্পই একমাত্র ব্যক্তি, যিনি আমেরিকার সমস্যার সমাধান করতে পারেন।’
জনপ্রিয় মার্কিন পডকাস্টার, অভিনেতা ও সাবেক টিভি উপস্থাপক জো রোগানেরও সমর্থন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি রোগানের এই পাশে থাকাকে ‘সেরা খবর’ বলেছিলেন দ্বিতীয়বার মতো নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।
যুক্তরাজ্যের মিডিয়া ব্যক্তিত্ব ও অলিম্পিকে সোনাজয়ী তারকা ক্যাটলিন জেনার নির্বাচনের পুরো সময়জুড়েই বলে গেছেন, ‘যা যা করা সম্ভব, ট্রাম্পের জন্য সবই করব। তাঁর পাশে থাকতে চাই সারা জীবন।’
জনপ্রিয় টক শো হোস্ট ড. ফিল (ফিলিপ ক্যালভিন ম্যাকগ্র) হাজারো ভক্তের সামনে ট্রাম্পের প্রশংসা করেছেন নির্বাচনী প্রচারণায়। তাঁর বক্তব্যে এটা নিশ্চিত, তিনিও ট্রাম্পকেই ভোট দিয়েছেন।
অনলাইন–দুনিয়ায় সুপরিচিত ইউটিউবার ও পেশাদার বক্সার জ্যাক পল ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। পল ভক্তদের আগেই জানিয়েছিলেন, ‘অপ্রয়োজনীয় যুদ্ধ থেকে আমেরিকাকে বাঁচাতে আমাদের ট্রাম্পকেই প্রয়োজন।’
মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কিম কার্ডাশিয়ান প্রকাশ্যে কিছু না বললেও সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের মেয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন। নেটিজেনরা মনে করেন, তিনি এই ছবির মাধ্যমে ট্রাম্পের পাশে থাকারই ইঙ্গিত করেছেন।
সূত্র: ফোর্বস, দ্য নাইটলি ও ইউরো নিউজ