বলিউডে ফের বিয়ের গুঞ্জন। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। পাত্রের নাম রাঘব চাড্ডা। তার পর থেকেই আলোচনা, কে এই রাঘব চাড্ডা? পরিণীতির সঙ্গে পরিচয়ই–বা কীভাবে? আর কবে এক হচ্ছে দুজনের চার হাত? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সেই গল্প...