১ থেকে ৪ অক্টোবর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে হবে প্রোগ্রামিং ক্যাম্প ও সেমিনার। ‘সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক এ আয়োজনে প্রধান বক্তা হিসেবে থাকছেন চীনের ফুদান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ইয়ংহুই য়ু। প্রোগ্রামিং, অ্যালগরিদমভিত্তিক ভাবনা ও সমস্যা সমাধানের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত।
কীভাবে কোডিংয়ের জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, কীভাবে প্রোগ্রামিংয়ের দক্ষতা বাড়াতে হয়, এসব বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবেন এই ইয়ংহুই। বিইউবিটিতে নিয়মিতই এ ধরনের সেমিনারের আয়োজন করা হয়ে থাাকে। তারই ধারাবাহিকতায় এবার প্রোগ্রামিং ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।