শীতে শহরে বাহারি ফুলের নার্সারি

বারান্দায়, ছাদে সবুজের ছোঁয়া রাখতে নানান জাতের ফুলগাছ কেনেন প্রকৃতিপ্রেমীরা। শীতের সময় রাজধানীর পথের ধারের নার্সারিগুলো থেকেই এই গাছ বেচাকেনা হয় সবচেয়ে বেশি। সেখানে রং–বেরঙের সব ফুলের দেখা মেলে। ফুটপাত আর ভ্যানের ওপর ভ্রাম্যমাণ এসব নার্সারি থেকে আপনি ৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার ভেতর পাবেন ফুলগাছ। বুধবার শহরের আগারগাঁও, ধানমন্ডি, শ্যামলী আর মোহাম্মদপুরের কয়েকটি নার্সারি ঘুরে ছবি তুলেছেন আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন

শীতের সময় শুধু ফুল কিনতে সিরাজগঞ্জ থেকে ঢাকা এসেছেন আফরোজা সুলতানা। গাড়ি ভর্তি করে ফুলগাছ নিয়ে ফিরবেন বাড়ি।
ছবি: সাবিনা ইয়াসমিন
ফুটেছে রঙিন ডালিয়া
ছোট্ট সূর্যমুখী, গাঁদাসহ বাহারি রঙের ফুল।
নাসরিন এভি নিজেকে একজন বৃক্ষপ্রেমী হিসেবে পরিচয় দেন। ছাদে নানান জাতের রঙিন ফুল চাষ করেন তিনি।
নার্সারিগুলোতে নানান দামে কিনতে পাওয়া যায় প্লাস্টিকের ফুলদানি। এগুলো আবার ঝুলিয়েও রাখতে পারেন ঘর আর বারান্দায়
টাউন হল রোডে ফুটপাতের ধারেও পাওয়া যাবে ফুলসহ নানান জাতের গাছের চারা
আছে সারসহ গাছে দেওয়া কীটনাশক
বিদেশি জাতের চারাও মিলবে
আছে ছোট–বড় দেশি রক্তজবা
চন্দ্রমুখীর চারা পাওয়া যাবে ১০০ থেকে ৩০০ টাকার ভেতর
হলুদ গাঁদার চাহিদাই সবচেয়ে বেশি
খন্দকার লুবনা একজন কস্টিউম ডিজাইনার। তিনি মানুষকে সবচেয়ে বেশি উপহার দেন গাছ
ফুলের চারার পাশাপাশি লেটুসপাতা, কাঁচা মরিচ, বেগুন, টমেটোর চারা পাওয়া যাবে ৫০–২০০ টাকার মধ্যে