বারান্দায়, ছাদে সবুজের ছোঁয়া রাখতে নানান জাতের ফুলগাছ কেনেন প্রকৃতিপ্রেমীরা। শীতের সময় রাজধানীর পথের ধারের নার্সারিগুলো থেকেই এই গাছ বেচাকেনা হয় সবচেয়ে বেশি। সেখানে রং–বেরঙের সব ফুলের দেখা মেলে। ফুটপাত আর ভ্যানের ওপর ভ্রাম্যমাণ এসব নার্সারি থেকে আপনি ৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার ভেতর পাবেন ফুলগাছ। বুধবার শহরের আগারগাঁও, ধানমন্ডি, শ্যামলী আর মোহাম্মদপুরের কয়েকটি নার্সারি ঘুরে ছবি তুলেছেন আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন