২০০০ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে ঝড় তুলেছিলেন জেনিফার লোপেজ। ভারসেসের পান্না সবুজ আর নীল রঙের জামায় বিমোহিত করেছিলেন সবাইকে। সেই সঙ্গে বদলে দিয়েছিলেন ইন্টারনেট জগৎ।
পোশাকটির ডিজাইনার ডোনাটেলা ভারসেস। পরেছিলেনও তিনিই প্রথম। ১৯৯৯ সালের মেট গালায়। পরের বছর এনআরজে মিউজিক অ্যাওয়ার্ডে পরেন ‘জিঞ্জার স্পাইস’ গ্যারি হ্যালিওয়েল। কিন্তু পোশাকটি আলোচনায় আসে তারও মাসকয়েক পর, যখন জেলো সেটি পরে হাজির হন গ্র্যামি অ্যাওয়ার্ডে।
তখন তাঁর স্টাইলিস্ট ছিলেন আন্দ্রেয়া লিবারমান। গ্র্যামি সামনে রেখে এই মার্কিন নারী ফ্যাশন ডিজাইনার লোপেজকে তিনটি পোশাক দেখিয়েছিলেন। সেগুলোর থেকে এই পোশাকটি বেছে নিয়েছিলেন তিনি। গলার কাটা নেমে এসেছে নাভির নিচে পর্যন্ত।
প্রতি পদক্ষেপে মনে হচ্ছিল, ঝরনার মতো বয়ে যাচ্ছে শিফন। ‘পোশাকটি যথেষ্ট খোলামেলা ছিল, সবার মনোযোগ কাড়ার মতো। যখনই বাতাসে দুলে উঠছিল, সবাই মনে মনে ভাবছিল, কী জানি কী হয়, কিছুই হয়নি। পুরোটাই টেপ করা ছিল,’ পরে এক সাক্ষাৎকারে বলেন লোপেজ।
শুধু অনুষ্ঠানেই নয়, বিশ্বজুড়েই আলোড়ন তুলেছিল এই পোশাক। পরিণত হয় গুগলে সবচেয়ে বেশি খোঁজা বিষয়ে। কিন্তু তখনো গুগলে যোগ হয়নি ইমেজ সার্চ টুল। খুঁজতে হতো টেক্সটের মাধ্যমে। ফলাফল হিসেবেও আসত ওয়েবসাইটের লিংক আর টেক্সট।
কিন্তু ‘মানুষ টেক্সটের চেয়ে বেশি কিছু চাইছিল। খুঁজছিল জেলোর পরা সেই পোশাক। আমাদের কাছে এমন সুবিধা ছিল না, যা দিয়ে তা খুঁজে পাওয়া যাবে। সেখান থেকেই গুগল ইমেজ সার্চের জন্ম,’ এক প্রকাশনায় লিখেছেন গুগলের সাবেক সিইও এরিক স্মিট। এরই পরিপ্রেক্ষিতে, ২০০১ সালের জুলাই মাসে টুলটি চালু করে গুগল।
ফ্যাশনজগতের অন্যতম আইকনিক এই ঘটনার দুই দশক পূর্তিও ঘটা করে উদ্যাপন করেছে ভারসেস। ২০২০ সালের মিলান ফ্যাশন উইক সামনে রেখে নতুন করে পোশাকটি ডিজাইন করেন ডোনাটেলা। আগেরটা ছিল ফুলহাতা, নতুনটা স্লিভলেস। আরও খোলামেলা জামাটাতে আরও আকর্ষণীয় রূপে হাজির হন লোপেজ। আর দর্শকেরা ভেসে যান নস্টালজিয়ায়। ফিরে যান দুই দশক আগের সেই দিনে।
তথ্যসূত্র : সিএনএন