বয়স হলে চুল পাকবে, এটাই স্বাভাবিক। অনেকের আবার কম বয়সেই চুল পাকতে শুরু করে। তা নিয়ে ভুগতে শুরু করেন দারুণ অস্বস্তিতে। যাঁদের বয়সকালে চুল পেকেছে, তাঁরাও অনেকে তা ঢেকে রাখতে চান। কিন্তু কীভাবে? সেগুলোই জেনে নিন।
ইশপের এক গল্পের নায়কের ছিল কাঁচাপাকা চুল। তার ছিল দুই প্রেমিকা। একজন তরুণী, আরেকজন বয়স্ক। লোকটা যখনই তরুণীর সঙ্গে দেখা করতে যেত, কয়েকটা পাকা চুল তুলে ফেলত। তখন তার বয়স একটু কম মনে হতো। আবার বয়স্কার সঙ্গে দেখা করার সময় কয়েকটা কালো চুল তুলে ফেলত। তখন বয়স বেশি লাগত। এই করে কয়েক দিন পর তার মাথায় আর চুলই অবশিষ্ট থাকেনি। তা দেখে চলে যায় প্রেমিকারাও। হারান সব কুলই। বয়স হলে চুল পাকবে, এটাই স্বাভাবিক। অনেকের আবার কম বয়সেই চুল পাকতে শুরু করে। তা নিয়ে ভুগতে শুরু করেন দারুণ অস্বস্তিতে। যাঁদের বয়সকালে চুল পেকেছে, তাঁরাও অনেকে তা ঢেকে রাখতে চান। কিন্তু কীভাবে? সেগুলোই জেনে নিন।
এর চল অনেক দিন ধরেই চলছে। পাকা চুল ঢাকতে অনেক আগে থেকেই মাথায় মেহেদি লাগায় মানুষ; কিংবা কলপ। এখন এসেছে নানা উপায়। অনেকেই চুলে রং করেন। এর সুবিধা হলো, আপনি যে রং খুশি করতে পারেন। তবে এগুলোর সমস্যা হলো, মানুষের চুল তো স্থির থাকে না। ক্রমে বেড়েই চলে। ফলে কিছুদিনের মধ্যেই দেখা যায়, চুলের গোড়া সাদা হয়ে গেছে। মানে চুল বড় হয়েছে। নতুন অংশ তো স্বাভাবিকভাবেই সাদা হবে। তখন আবার চুলের গোড়ায় মেহেদি বা কলপ লাগাতে হয়। রং করানোর পরে অনেকেই এটা নিয়ে চিন্তায় পরে যান। পড়িমড়ি করে আবার ছোটেন চুল রং করাতে। এর জন্যও বিশেষ রুট টাচ্-আপ উপকরণ পাওয়া যায়। ক্রিম বা পাউডার দুই রকম। সেগুলো দিয়ে ঘরে বসেই চুলের গোড়া রং করে নিতে পারেন।
এটাও বেশ পুরোনো পদ্ধতি। তবে অনুষঙ্গ বদলে তাতে আনতে পারেন নতুনত্ব। ছেলেরা পাকা চুল লুকাতে মাথায় টুপি বা ক্যাপ পরতে পারেন। মেয়ে পরতে পারেন ক্যাপ বা হেডব্যান্ড। ছেলেমেয়ে সবাই পরতে পারেন ব্যান্ডানা। ব্যান্ড বা ব্যান্ডানা পরার সময় একটু কৌশলী হতে হবে। আপনার মাথার কোন দিকে পাকা চুল আছে , সেদিকে খেয়াল রাখতে হবে। এমনভাবে পরবেন, যেন সেগুলো পুরোপুরি ঢেকে থাকে। পাকা চুল পেছনের দিকে থাকলে সেগুলো সুন্দর করে ঢেকে তারপর ব্যান্ড পরুন।
চুলের অন্যতম পরিচর্যা হাইড্রেটেড রাখা। সেটা করতে পারলে এমনিতেই আপনার চুল অনেক বেশি ঝলমলে লাগবে। আপনার চুল যত প্রাণবন্ত থাকবে, তত সেগুলো দিয়ে হাওয়া খেলবে। ফলে কালো চুলই বেশি চোখে পড়বে। না হলে হবে বিপরীত। শুষ্ক চুল আড়ষ্ট হয়ে থাকে। ফলে সাদা চুল বেশি বেশি চোখে পড়ে। তবে মনে রাখবেন, অতিরিক্ত ধোয়াও চুলের জন্য ভালো নয়।
তথ্যসূত্র: মাইন্ড বডি গ্রিন