উৎসবে বাঙালি কন্যার হাত মেহেদিতে রাঙবে না, তা কি হয়! বিশেষ করে ঈদে বাংলাদেশের মেয়েদের হাতে মেহেদি পরা যেন অলিখিত নিয়ম হয়ে গেছে। শিশুরাও বাদ যায় না। ঈদুল ফিতরকে সামনে রেখে দেখে নেওয়া যাক হাতে মেহেদির নকশার চলতি ধারা। এখান থেকে কোনো নকশা পছন্দ হলে আপনার হেনা আর্টিস্টকে দেখিয়ে সেভাবেই রাঙাতে পারেন আপনার হাত।