কাজল অভিনয় শুরু করেছিলেন ১৯৯২ সালে। ‘বেখুদি’ দিয়ে। পরের বছরই ‘বাজিগর’ দিয়ে বাজিমাত করেন। এরপর কেবলই এগিয়ে গেছেন। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’–এর সিমরান আর ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর অঞ্জলি চরিত্র দুটির কথা কখনো ভুলতে পারবে না সে প্রজন্মের দর্শক। এখন তাঁর বয়স ৪৮। কিন্তু দেখে বোঝার উপায় নেই। ত্বকে একটুও পড়েনি বয়সের ছাপ। সৌন্দর্যে রীতিমতো পাল্লা দিতে পারেন নতুন নায়িকাদের সঙ্গেও। ছবিতে ছবিতে জেনে নিন কাজলের সুন্দর ত্বক ধরে রাখার রহস্য।