নিত্যদিনের রূপচর্চায় হলুদ, নিমপাতা, ঘৃতকুমারী বা অ্যালোভেরার মতো কত কিছুই না ব্যবহার করি আমরা। জানেন কি, সঠিকভাবে এসব জিনিসের ব্যবহার করতে না পারলে আপনার ত্বক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এই যেমন অনেকেই গোসলের আগে শরীরে হলুদের প্যাক ব্যবহার করে থাকেন। হলুদের কোনো প্যাক লাগিয়ে গোসলের পর যদি রোদে বের হন, তাহলে পুড়ে যাবে আপনার ত্বক, এমনটাই বললেন হার্বস আয়ুর্বেদিক ক্লিনিকের রূপবিশেষজ্ঞ শাহীনা আফরিন। রূপচর্চার ঘরোয়া এসব উপকরণ ব্যবহারের রয়েছে কিছু নিয়মবিধি।
হলুদ মাখলেই ত্বক হয়ে উঠবে হলুদের মতো উজ্জ্বল—অনেকের মধ্যে এমন ধারণা প্রচলিত আছে। তবে জানেন কি, হলুদ মেখে বাইরে বের হলেই ঘটবে কিন্তু উল্টোটা। হলুদের প্যাক লাগানোর পর রোদে বের হওয়া যাবে না একেবারেই। এতে কালো হয়ে যাবে ত্বক। তাই যেদিন বাসায় থাকবেন, সেদিনই হলুদের প্যাক ব্যবহার করুন। আর তা সম্ভব না হলে কাজ শেষে বাড়িতে ফিরে তবেই হলুদের প্যাক লাগাতে পারেন ত্বকে।
এ ছাড়া সরাসরি কাঁচা হলুদবাটা ত্বকে ব্যবহার না করাই ভালো। কাঁচা হলুদের রসটুকু বের করে ফুটিয়ে নিন। এবার শুষ্ক ত্বকের জন্য দুধের সর বা চিনাবাদামবাটা ও তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি মিশিয়ে ত্বকে লাগাতে হবে।
অনেকেই ত্বক উজ্জ্বল করতে সরাসরি অ্যালোভেরার জেল লাগিয়ে থাকেন। অ্যালোভেরায় একধরনের এনজাইম থাকে, যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। এ জন্য অ্যালোভেরা সরাসরি না লাগিয়ে ত্বকের সঙ্গে মানায় এমন উপকরণের সঙ্গে লাগাতে হবে।