রূপচর্চার কোন ধরনটি এ বছর বেশি জনপ্রিয় ছিল

এবার ত্বকের যত্নে বেশি নজর দিয়েছেন নারীরা
ছবি: নকশা

করোনা মোকাবিলা করে গত বছরই আমরা অনেকটা স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করেছি। নানান অনিশ্চয়তার মধ্যে নিজেদের যত্ন নেওয়ার কথা অনেকটাই ভুলে গিয়েছিলাম। লকডাউনের কারণে অন্য সবকিছুর মতো আমাদের ত্বকও বেশ ক্ষতিগ্রস্ত হয়। ত্বকের ক্ষতি কিছুটা কমাতে সবাই কমবেশি ছুটেছেন বিউটি সেলনগুলোতে।

হারমনি স্পা অ্যান্ড ক্লিওপেট্রা বিউটি সেলনের রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা জানান, করোনার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা থমকে যায়। এই বছর নতুন করে মানুষ সুস্থ এবং সুন্দর জীবনে প্রবেশ করে। করোনার কারণে প্রায় সবারই চুল পড়া, শরীরে ব্যথা, অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। তাই হেয়ার ফল ট্রিটমেন্ট খুবই জনপ্রিয় ছিল। পেশিতে ব্যথা থাকার কারণে অনেকেই নিয়মিত বডি ম্যাসাজ করান। এ ছাড়া স্কিন ডিটক্সিফিকেশন, ফেস অ্যান্ড বডি স্ক্রাবিং গত বছর খুবই জনপ্রিয় ছিল।

চুলের চর্চায় ব্যস্ত ছিলেন অনেকে

চুলের যত্নে নারকেল তেলের সঙ্গে ভিটামিন ‘ই’ তেল মিশিয়ে বেশ কয়েক বছর ধরেই ব্যবহার হয়। তবে এই বছরে চুলের যত্নের সঙ্গে সঙ্গে ত্বক ও নখের যত্নেও ভিটামিন ‘ই’ তেলের ব্যবহার দেখা যায়। নাইট ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম কিংবা রোদে পোড়া ভাব কমাতে অন্য ক্রিমের সঙ্গে মিশিয়ে ভিটামিন ‘ই’ তেল ব্যবহার করতে দেখা যায় এই বছর।

হার্বস আয়ুর্বেদিক ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরীন মৌসুমি জানান, গত বছর স্কিন রিপেয়ার ট্রিটমেন্ট সব থেকে বেশি জনপ্রিয় ছিল। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মানুষ না বুঝেই অনেক কিছু ব্যবহার করেছে। যার ফলে ত্বক নষ্ট হয়ে গেছে। অনেকেরই ত্বকে র‍্যাশ, ব্রণ, অতিরিক্ত শুষ্কতার সমস্যা ছিল।

ত্বক ও চুল ভালো রাখতে আমলকি কার্যকর

ত্বকের যত্নে লেবু, বেকিং সোডা, চুলের যত্নে ফিটকিরি বা বিভিন্ন ভেষজ মিলিয়ে তেল জ্বাল দিয়ে লাগানোতে অনেকের ত্বকেই বেশ ক্ষতি হয় বলে জানান তিনি। অনেকেই এবার মুখের ত্বকে স্টোন রোলার ব্যবহার করেছেন। এতে ত্বকের বলিরেখা দূর হয়ে ত্বক টানটান হবে বলে ধারণা করেন তাঁরা। কিন্তু এটা ঠিক ততটা কার্যকর নয়। যার যার ত্বকের ধরন অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ত্বকের পরিচর্যা করতে হবে বলে জানান তিনি।

ক্লান্তি দূর করে শরীর ও মন তরতাজা করতে ফ্লোরাল বা মিল্ক বাথ বেশ কার্যকরী। গত বছর ফ্লোরাল বাথ এবং মিল্ক বাথের বেশ প্রচলন ছিল বলে জানান আফরীন মৌসুমি।

২০২২ সাল সব মানুষের ভেতর এবং বাহির—দুইয়েরই পরিশুদ্ধির বছর। নতুন করে নতুন স্বাভাবিক জীবনে প্রবেশ করেছি। রূপচর্চাতেও এসেছে নতুনত্বের ছোঁয়া।