যে কারণে জেন-জিদের কেউ কেউ দ্রুত বুড়িয়ে যাচ্ছে

যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১১ সালের মধ্যে, তারাই জেন-জির অন্তর্ভুক্ত। স্বাভাবিকভাবেই জেন-জিরা আগের প্রজন্মের মানুষদের চেয়ে কিছু ক্ষেত্রে বেশ এগিয়ে। তারা তুলনামূলক বেশি চৌকস, মেধাবী ও উৎপাদনশীল। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, আগের প্রজন্মের মানুষের চেয়ে জেন-জিদের কেউ কেউ দ্রুত বুড়িয়ে যাচ্ছে। এই দ্রুত বুড়িয়ে যাওয়ার পেছনে তিনটি কারণ আছে বলে মনে করেন ভারতীয় প্রসাধনবিশারদ ডা. ঋদ্ধি গুলাতি। কারণগুলো জেনে নিই, চলুন—

অতিরিক্ত ধূমপানে আসক্তি

জেন-জির অনেকেই ধূমপান ও ভেপে আসক্ত। অল্প বয়স থেকে এই বদভ্যাসের কারণে ত্বকের কোলাজেন ভেঙে যায়। কোলাজেন ভেঙে গেলে মানুষ দ্রুত বুড়িয়ে যায়।

অতিরিক্ত মেকআপের কারণে টক্সিন ত্বকের প্রতিরোধব্যবস্থা ভেঙে ফেলে

অতিরিক্ত মেকআপের ব্যবহার

জেন-জিরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারদের দেখে মেকআপ করছে নিয়মিত। কখনো কখনো তা মাত্রাছাড়া হয়ে যাচ্ছে, যা কখনোই ভালো নয়। অতিরিক্ত মেকআপের কারণে টক্সিন ত্বকের প্রতিরোধব্যবস্থা ভেঙে ফেলে ত্বককে দ্রুত বুড়িয়ে দিচ্ছে।

না জেনে ত্বকের যত্ন নেওয়া

ভালোভাবে না জেনে নিজেদের মতো করে ত্বকের যত্ন নিতে শুরু করলে হিতে বিপরীত হয়

জেন-জিরা ভালোভাবে না জেনেই নিজেদের মতো করে ত্বকের যত্ন নিতে শুরু করে। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ত্বকের যত্ন নিতে গেলে হিতে বিপরীত হয়। বেশির ভাগ ক্ষেত্রে যত্নের বদলে ত্বকের ক্ষতি হয়। না জেনে সাপ্লিমেন্ট ব্যবহার করলে ত্বক দ্রুত সংবেদনশীল হয়ে ওঠে এবং দ্রুত বুড়িয়ে যায়।

সূত্র: অ্যাসথেটিকস বাই ডক্টর ঋদ্ধির ইনস্টাগ্রাম হ্যান্ডল