রাতে ঘুমানোর আগে দুই ধরনের উপকরণ দিয়ে চেহারা পরিষ্কার করে নিতে পারেন
রাতে ঘুমানোর আগে দুই ধরনের উপকরণ দিয়ে চেহারা পরিষ্কার করে নিতে পারেন

ত্বকচর্চা

সামাজিক মাধ্যমে সবাই কেন দুবার মুখ ধোয়ার ছবি দিচ্ছেন

সামাজিক মাধ্যমে দুবার মুখ পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে

কিছুদিন পরপরই নতুন ধারার জন্ম দেয় সামাজিক যোগাযোগমাধ্যম। জনপ্রিয় হয়ে ওঠে মেকআপ, ফ্যাশন নিয়ে করা ছোটখাটো ভিডিও। দেখা যায়, একটি বিষয়ই হয়তো ঘুরেফিরে একেকজন একেকভাবে দেখাচ্ছেন। ত্বকের পরিচর্যা নিয়ে এমনটা দেখা যায় সবচেয়ে বেশি। ইদানীং যেমন দুবার মুখ ধোয়া নিয়ে ব্লগাররা ভিডিও দিচ্ছেন।

দুবার মুখমণ্ডল পরিষ্কারের এ ধারা মূলত গত নভেম্বর থেকে শুরু হয়েছে। একেকজন নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিচ্ছেন একেক ময়েশ্চারাইজার। ছয় থেকে সাত দিন আগে ভারতীয় অভিনেত্রী কৃতি শ্যাননও মুখ ধোয়া নিয়ে ইনস্টাগ্রামে তেমনই একটি ভিডিও দিয়েছেন। তেলভিত্তিক ক্লিনজার দিয়ে প্রথমে মালিশ করে মেকআপ উঠিয়েছেন, এরপর ফেসওয়াশে ধুয়ে নিয়েছেন পুরো মুখমণ্ডল। এরও সপ্তাহখানেক আগে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজের ব্র্যান্ড ৮২ ই-র প্রচারণার সময় লোটাস ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার ভিডিও তুলে ধরেছিলেন ভক্তদের জন্য।

দুবার মুখ ধোয়ার এই পদ্ধতি সামাজিক মাধ্যমে ডাবল ক্লিনজিং নামে পরিচিত। ব্যক্তিগতভাবে আপনি টিকটক বা ইনস্টাগ্রামের ধারাগুলো অনুসরণ না করে থাকলেও এই একটি বিষয় চেষ্টা করে দেখতে পারেন, ত্বকের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। প্রথমত, তেলভিত্তিক ক্লিনজার, বাম বা মাইসেলার ওয়াটার দিয়ে কিছুক্ষণ ত্বক মালিশ করুন আলতোভাবে, চক্রাকারে। মুখমণ্ডল মুছে নিন মালিশ শেষে। এরপর ত্বক অনুযায়ী ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।

রূপবিশেষজ্ঞ শারমীন কচি বলেন, ‘প্রথমবার পরিষ্কার করার সময় ত্বকের ওপরের ময়লা বা মেকআপ চলে যাবে। এর পরেরবার আপনি যখন ফেসওয়াশ দিয়ে ত্বক ধোবেন, ত্বকের একদম ভেতরের ছিদ্র থেকে ময়লা চলে যাবে।’

শারমীন কচি বলেন, ‘আমরা সাধারণত চুল ধোয়ার সময় দুবার শ্যাম্পু করি। প্রথমবার চুলের ওপরের ময়লা ধুয়ে যায়। এরপর মাথার ত্বকের ময়লা বের করে আনে। রিবন্ডিং শেষেও একই পদ্ধতিতে চুল ধুই আমরা। চেহারার ময়লা বের করার জন্য ফেসওয়াশ লাগিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললেই কিন্তু হবে না; কিছুক্ষণ চক্রাকারে মালিশ করা প্রয়োজন। দীপিকা পাড়ুকোন ১ মিনিট ধরে ফেসওয়াশ লাগিয়ে মালিশ করেন।’

ফেইসওয়াশ ব্যবহারের পর পানি দিয়ে চেহারা ধুয়ে ফেলুন ভালো করে

যাঁরা প্রতিদিন মেকআপ করেন, তাঁদের জন্য এই পদ্ধতি আদর্শ। শারমীন কচির পরামর্শ অনুসারে সকালে ও রাতে এটি করতে পারেন। সময় না হলে রাতেই করুন।

শুষ্ক ত্বকের জন্য তেলভিত্তিক ক্লিনজারের পর ক্রিম আছে—এমন ফেসওয়াশ ব্যবহার করুন।

তৈলাক্ত ত্বকে তেলভিত্তিক ক্লিনজার বা মাইসেলার ওয়াটারের পরে ফেনাযুক্ত ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন।

ব্রণপ্রবণ ত্বক বা সংবেদনশীল ত্বকের জন্য তেল আছে—এমন ক্লিনজার ব্যবহারের পর মেডিকেটেড ক্লিনজার দিয়ে মুখমণ্ডলের ময়লা পরিষ্কার করুন।