্প্লাস্টিক সার্জারি এখন সৌন্দর্যবৃদ্ধিজনিত কারণেই সবচেয়ে বেশি জনপ্রিয়। হলিউড, বলিউডের পাশাপাশি টালিউড আর ঢালিউড তারকারাও এখন হরহামেশাই প্লাস্টিক সার্জারি করে ঠোঁট বা নাক অথবা চিবুক ‘সংশোধন’ করেন। সারাবিশ্বে তারকাদের মধ্যে এটি এতই চর্চিত হয়ে উঠেছে যে যাঁরা কখনোই প্লাস্টিক সার্জারি করাননি, তাঁদের খুঁজে বের করা কঠিন। হলিউড ও বিশ্বসংগীতের এই জনপ্রিয় তারকারা কখনো প্লাস্টিক সার্জারি করানোর প্রয়োজন বোধ করেননি। তাঁরা তাঁদের স্বাভাবিক সৌন্দর্য নিয়ে গর্বিত, আর অন্যকেও নিজের অনন্যতাকে উদযাপন করতে অনুপ্রাণিত করছেন। কারা তাঁরা? দেখে নিন ছবিতে...