সুন্দর চুলের জন্যে চাই সঠিক হেয়ার অয়েল

মানুষের সৌন্দর্যের অপর নাম সুন্দর চুল। আর সুন্দর, ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য চাই সুষম পুষ্টি। চুলের যত্ন ও সুষম পুষ্টি নিয়ে আলোচনায় অংশ নেন রূপবিশেষজ্ঞ ও আয়ুর্বেদিক এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা এবং অভিনেত্রী শবনম ফারিয়া।

সারা ফ্যায়রুজ যাইমার উপস্থাপনায় ওয়েবিনারে অংশ নেন রূপবিশেষজ্ঞ ও আয়ুর্বেদিক এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা এবং অভিনেত্রী শবনম ফারিয়া
সারা ফ্যায়রুজ যাইমার উপস্থাপনায় ওয়েবিনারে অংশ নেন রূপবিশেষজ্ঞ ও আয়ুর্বেদিক এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা এবং অভিনেত্রী শবনম ফারিয়া

সুন্দর চুল মানুষের সৌন্দর্য বাড়ায়। তাই ঘন, সুন্দর ও মজবুত চুল সবারই কাম্য। সুন্দর ও আকর্ষণীয় উপস্থাপনে চুলের ভূমিকা অপরিহার্য। আর ব্যস্ত জীবনে চুলের যত্নে আমরা সব সময় খুঁজে বেড়াই সহজ সমাধান। এ জন্য প্রথম অলো এবং কুমারিকা হেয়ার অয়েল যৌথভাবে আয়োজন করে এক ওয়েবিনার। সারা ফ্যায়রুজ যাইমার উপস্থাপনায় ওয়েবিনারে অংশ নেন রূপবিশেষজ্ঞ ও আয়ুর্বেদিক এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা এবং অভিনেত্রী শবনম ফারিয়া।

রাহিমা সুলতানা রিতা ও শবনম ফারিয়া

রাহিমা সুলতানা রিতা ও শবনম ফারিয়ার কথোপকথনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আলোচনা। নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে রূপবিশেষজ্ঞ ও আয়ুর্বেদিক এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা বলেন, ‘চুল দিয়ে সৌন্দর্যের ধরনটাই বদলে দেওয়া সম্ভব। চুল সৌন্দর্য বৃদ্ধিতে অপরিসীম ভূমিকা রাখে। আমরা যাঁরা মিডিয়াতে কাজ করি, তাঁদের চুলের বিষয়ে আরও বেশি সচেতন থাকা উচিত।’ রাহিমা সুলতানা রিতার কথার সূত্র ধরে শবনম ফারিয়া নিজের অভিজ্ঞতা থেকে বলেন, ‘আমার তো প্রায় প্রতিদিনই শুটিং করতে হয়। আর চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার জন্য আমার প্রায় প্রতিদিনই চুলের ধরন বদলে ফেলতে হয়। আমার কারলি চুল। এ চুল ম্যানেজ করা কিছুটা কঠিন। তাই আমি চুল সাধারণ সোজা বা স্ট্রেইট করে রাখি এবং প্রতিদিনই চুলে স্পে করতে হচ্ছে।’

আলোচনার মধ্যেই শবনম ফারিয়ার প্রশ্ন, ‘আমার প্রচুর চুল পড়ে। চুল পড়ে যাওয়া থেকে কীভাবে মুক্তি পাব?’ উত্তরে রাহিমা সুলতানা রিতা জানান, ‘হেয়ারের সঙ্গে কিন্তু কেয়ার কথাটিও ওতপ্রোতভাবে জড়িত। আমাদের শরীরকে সুস্থ রাখতে যেমন সুষম পুষ্টি দরকার, তেমনি হেয়ার বা চুলেরও কিন্তু সুষম পুষ্টি দরকার। নির্দিষ্ট একটি তেল বা একটি উপায় দিয়ে এটা করা কিন্তু সম্ভব না। এ জন্য দরকার মিশ্র কিছু উপকরণ। এগুলো যদি ব্যবহার করা যায়, তাহলে চুল পড়ে যাওয়া কিছুটা হলে কমানো সম্ভব।

শবনম ফারিয়া

তেলের পাশাপাশি দরকার সুষম পুষ্টি। আর চুলের সুষম পুষ্টি পাব আমলকী, ব্রাহ্মীলতা, মেথি, অ্যালোভেরা, আমলা এবং নারকেল তেল থেকে। এ জিনিসগুলো যখন একসঙ্গে মিলিয়ে ব্যবহার করব, তখনেই আসল ফল পাওয়া যাবে। এটা নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমে যাবে।’

এগুলো সংগ্রহ করা, এরপর প্রক্রিয়াজাত করে চুলের যত্নে ব্যবহার করা তো বেশ কঠিন একটি কাজ বলে জানান শবনম ফারিয়া। আরও সহজে সবকিছু কি সমাধান করা সম্ভব? রাহিমা সুলতানা রিতার কাছে জানতে চান শবনম ফারিয়া। উত্তরে রূপবিশেষজ্ঞ ও আয়ুর্বেদিক এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা জানান, এ পাঁচটি উপকরণ একসঙ্গে পাওয়া যায় কুমারিকা হেয়ার অয়েলে। যাঁরা কুমারিকা হেয়ার অয়েল ব্যবহার করবেন, তাঁদের চুল পড়ার ভয় থাকবে না। এ পাঁচটি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে কুমারিকা হেয়ার অয়েল। কুমারিকা হেয়ার অয়েল যদি কেউ ব্যবহার করেন, তাহলে তাঁর চুল পড়া কমে যাবে।

রূপবিশেষজ্ঞ ও আয়ুর্বেদিক এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা

রাহিমা সুলতানা রিতা বলেন, যাঁরা নিয়মিত বাইরে বের হন, তাঁরা বাসায় ফিরেই কুমারিকা হেয়ার অয়েল ব্যবহার করবেন এবং এরপর চুল পরিষ্কার করে নিতে হবে। তাহলে অনেক লম্বা সময় ধরে ক্ষতিকর কোনো উপকরণ চুলের মধ্যে থাকবে না। শবনম ফারিয়াকে রাহিমা সুলতানা রিতা বলেন, ‘তুমি চুলে স্পে করার পর যখন বাসায় ফিরবে, তখন চুল ধুয়ে ঘুমাবে না। সেটা যত রাতেই হোক না কেন।’

নিজের ভুল পদ্ধতির কথা স্বীকার করে শবনম ফারিয়া জানান, ‘আগে শুটিং থেকে বাসায় ফিরে শুধু নারকেল তেল দিয়ে পরিষ্কার করতাম। এর ফলে আমি কোনো সমাধান পাচ্ছিলাম না। এটা হয়তো ভুল পদ্ধতি ছিল। আজ আপনার থেকে চুলের সুষম পুষ্টি নিয়ে জানতে পারলাম। এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আশা করি এখন থেকে চুলের যত্নে কুমারিকা হেয়ার অয়েল ব্যবহার করব। আশা করি এতে আমার চুল পড়া কমে যাবে।’

রূপবিশেষজ্ঞ ও আয়ুর্বেদিক এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা জানান, ‘চুল ভালো রাখার জন্য আমাদের ভালো ঘুম দরকার। পরিশ্রম পরিমিত করতে হবে। বর্তমানে পরিস্থিতির জন্য আমরা অতিরিক্ত মানসিক চাপে থাকি। এ ছাড়া ইয়োগা মেডিটেশনও চুল ভালো রাখার জন্য সাহায্য করে। সবচেয়ে বড় বিষয় হলো, মানসিকভাবে স্থির থাকা। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাটাও গুরুত্বপূর্ণ। এবং নিয়মিত চুল পরিষ্কার রাখতে হবে। তাহলে চুল নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সপ্তাহে অন্তত এক দিন পরপর চুলে তেল দিয়ে পরিষ্কার করা উচিত। শারীরিক যত্নের পাশাপাশি মানসিক যত্নও প্রয়োজন। আর একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের ভালো থাকাটা সম্পূর্ণ নিজের কাছে। আমরা নিজেকে যত ভালো রাখতে না পারব, ততই অন্যকে ভালো রাখতে পারব না। নিজেকে ভালো রাখতে হলে সুস্থ্ ও সুন্দর থাকতে হবে। আর সুস্থ ও সুন্দর থাকার জন্য চুলের যত্নটাও গুরুত্বপূর্ণ।’