নোটিশ বোর্ড

সাজগোজে নতুন পণ্য

নিজেদের আন্তর্জাতিক পোর্টফোলিওতে আরেকটি ব্র্যান্ড যুক্ত করেছে ‘সাজগোজ’। বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ারের এই ই-কমার্স প্রতিষ্ঠানটিতে এখন পাওয়া যাবে আন্তর্জাতিক ব্র্যান্ড রেভলনের কালার কসমেটিকস। সাজগোজ লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়।

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে বাংলাদেশ বিউটি প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং অমিত কুমার গুহ বলেন, ‘বাংলাদেশের সেরা বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার ই-কমার্স সাজগোজকে এক্সক্লুসিভ অংশীদার হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি, একসঙ্গে আমরা সর্বাধিক গ্রাহক–সন্তুষ্টি নিশ্চিত করতে পারব। সাজগোজের সঙ্গে এই অংশীদারত্বের আরেকটি কারণ হলো সাজগোজই কেবল কাস্টমারদের অনলাইন আর অফলাইন এক্সপেরিয়েন্স দারুণভাবে প্রোভাইড করতে পারে।’

সাজগোজ লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফারহানা প্রীতি বললেন, মেকআপ নিয়ে ক্ল্যাসিক ও এলিগ্যান্ট কিছু ভাবতে শুরু করলে প্রথমেই যে আইকনিক ব্র্যান্ডের কথা মনে হয়, তা হলো রেভলন। রেভলনের সঙ্গে সাজগোজের এই পার্টনারশিপের মাধ্যমে সবাই এখন ঘরে বসেই রেভলনের কালার কসমেটিকস কিনতে পারবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেভলন থেকে বাংলাদেশ বিউটি প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের সিএফও কমল গুপ্ত, কি অ্যাকাউন্ট ম্যানেজার মাহী আলম, সাজগোজের প্রোডাক্ট ম্যানেজার মুওতাসিম রেজাসহ আরও অনেকেই।