জেনে নিন

শাল ভাঁজ করারও নিয়ম আছে, জানেন তো

মূলত দুটি পদ্ধতিতে বোনা হয় শাল। একটি হাতে বোনা আর অন্যটি মেশিনে। এই আলাদা বুননের কারণে কাপড়ের ধরনও হয় আলাদা

বুননের ধরণ অনুযায়ী শালের যত্নও হবে আলাদা
ছবি : সাবিনা ইয়াসমিন

মেশিনে সাধারণত দুই সেট সুতায় কাপড় বোনা হয়। এই পদ্ধতিতে বোনা হয় কাশ্মীরি শাল। এ ধরনের শাল সহজেই ভাঁজ করে তুলে রাখতে পারেন। তবে শাল যদি হয় ভেলভেটের, তাহলে ভাঁজ না করে রোলারে রোল করে রাখতে হবে।

শাল ভাঁজ করার রয়েছে বিশেষ পদ্ধতি
ছবি : সাবিনা ইয়াসমিন

আবার শালে ফয়েল-জাতীয় কাজ থাকলে তাও রোল করে রাখতে হবে। কারণ ভেলভেট-জাতীয় কাপড়ে সহজেই ভাঁজ পড়ে। এ ছাড়া শালে ফয়েল করা নকশা ভাঁজে ফেটে যায়।