সাজসজ্জা ছাড়া উৎসব হয়! আসছে পূজা। আসছে সাজসজ্জার দিন। আবার এই সময়টার আবহাওয়া একটু কেমন কেমন যেন। এই গরম, তো এই ঝরঝরিয়ে নামছে বৃষ্টি। আবার দুপুরের পর কিছুটা শীত শীত ব্যাপার।
গরমকালে মেকআপ করার ঝামেলা অনেক। আবহাওয়া থাকে গরম। ফলে দীর্ঘ সময় মুখে মেকআপ থাকলে তা গলে সাজসজ্জা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু শীতে ব্যাপারটা উল্টো। ফলে শীতকালে মনের মতো সাজতে সমস্যা নেই। শীতে বাতাসে আর্দ্রতা কম থাকে বলে ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বক শুষ্ক থাকার ফলে সাজ ভালো দেখায় না। এ জন্য সাজগোজের আগে কিছু বিষয় খেয়াল করা জরুরি, যাতে আপনার মেকআপ হয়ে উঠতে পারে আরও নিখুঁত, আরও সুন্দর। এ সময়টায় শীতের আমেজ পরতে শুরু করেছে। ফলে শীতের মেকআপই প্রয়োজন। সঠিকভাবে মেকআপ করুন যাতে, উৎসবে থাকতে পারেন তরতাজা।
রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, মেকআপের আগে ত্বক পরিষ্কার করাটা সব সময়ই গুরুত্বপূর্ণ। স্বাভাবিক ত্বকের জন্য দুধ ও মধুর সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে স্ক্রাবিং করা যেতে পারে। তৈলাক্ত ত্বক স্ক্রাব করতে টক দইয়ের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিয়ে ব্যবহার করা যায়।
রূপচর্চাবিদ সোনালী ফেরদৌসি মজুমদার বলেন, বিশেষ কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে সম্ভব হলে ত্বক পরিষ্কার করে নিতে দুই দিন আগে মিনি ফেসিয়াল করানো যেতে পারে।
আর্দ্রতা হারালে ত্বক হয়ে পড়ে শুষ্ক ও নির্জীব। শুষ্ক ত্বকে কিছুই ভালো দেখায় না। ফলে ত্বকে আর্দ্রতা ধরে রাখা জরুরি। শীতকালে ত্বক পরিষ্কার করার পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এ সময় একটু ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে রাহিমা সুলতানা ও সোনালী ফেরদৌসি মজুমদার দুজনেই মেকআপ করার আগে মেকআপ প্রাইমার ব্যবহারের পরামর্শ দিলেন। প্রাইমার ব্যবহার করলে মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর মেকআপের মসৃণতা বজায় থাকবে। বিভিন্ন ব্র্যান্ডের ও দামের প্রাইমার বড় প্রসাধনীর দোকানে কিনতে পাবেন।
মেকআপের আগে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। লিপস্টিক লাগানোর আগে পেট্রোলিয়াম জেলি মুছে নিন।
প্রাইমার ব্যবহারের আগে মুখে গোলাপজল স্প্রে করে নিতে পারেন। গোলাপজল ছিটানোর পর মুখ স্বাভাবিকভাবে শুকনা হতে দিন। এরপর প্রাইমার ব্যবহার করুন।
প্রাইমার ব্যবহার করার পর কনসিলার এবং তারপর ফাউন্ডেশন ব্যবহার করুন। শীতের সময়টার জন্য তরল ফাউন্ডেশন বেশ উপযোগী। এতে ত্বক শুষ্ক হয়ে পড়বে না।