বলিউড নায়িকাদের সৌন্দর্যের জাদুতে কুপোকাত হয় ৯ থেকে ৯০। তাঁদের অপার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। বিটাউন নায়িকাদের উজ্জ্বল ত্বক আর চুল তাঁদের সৌন্দর্যকে আরও আলোকিত করে। অনেকের ধারণা, এই সবকিছু প্রসাধনের কারসাজি। প্রসাধনের জোরেই তাঁদের ত্বক আর চুল এত ঝকঝকে। কিন্তু আসলে তা নয়। বলিউড রূপসীদের এই মনমাতানো সৌন্দর্যের পেছনে নানান রহস্য লুকিয়ে আছে। ঐশ্বরিয়া থেকে দিশার সৌন্দর্যের আসল চাবিকাঠি এবার জানা যাক।
ঐশ্বরিয়ার সৌন্দর্যে ঘায়েল তামাম দুনিয়া। তাই অনায়াসে তাঁর মাথায় উঠেছিল ‘বিশ্বসুন্দরী’র মুকুট। প্রসাধনবিহীনও সাবেক এই বিশ্বসুন্দরীর সৌন্দর্য সত্যি অবাক করার মতো। ঐশ্বরিয়া তাঁর ত্বকে বেসন, মধু আর দই ব্যবহার করেন। এ ছাড়া শসার প্যাকও মুখে লাগান তিনি। সপ্তাহে একদিন চুলে তেল লাগাবেনই এই বিটাউন নায়িকা।
আলিয়া ভাটের নিষ্পাপ সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে নানা কারণ। এ প্রজন্মের হার্টথ্রব এই নায়িকাও ভেষজ উপায়ে নিজের সৌন্দর্যকে অটুট রাখেন। এবার জানা যাক আলিয়ার উজ্জ্বল ত্বকের আসল কারণ। এই বলিউড–কন্যা মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করেন। এ ধরনের ফেসপ্যাক ত্বকে তেল উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। তাই মুখে কালো ছোপ, ব্রণ বা কোনো দাগ হওয়ার আশঙ্কা থাকে না।
প্রিয়াঙ্কা চোপড়াও বিশ্বসুন্দরীর খেতাব জয় করেছিলেন। বলিউডের এই দেশি গার্ল নিজের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সারা দিন ভরপুর পানি খান। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন যে তিনি নিয়মিত চুলে নারকেল তেল মালিশ করেন। সারা রাত চুলে তেল লাগানো থাকে। পরের দিন তিনি চুল ধুয়ে ফেলেন। আর শুটিং না থাকলে মেকআপ থেকে নিজেকে দূরে রাখেন প্রিয়াঙ্কা। তাঁর টান টান ত্বকের রহস্য হলো হলুদ আর দইয়ের ফেসপ্যাক।
জিমের বাইরে হামেশাই কারিনাকে প্রসাধনবিহীন দেখা যায়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নানান ছবি পোস্ট করেন, যেখানে প্রসাধনের লেশমাত্র নেই। আর তাতেও বলিউডের বেবোর সৌন্দর্য রীতিমতো আগুন ছড়ায়। আসলে নিজেকে প্রসাধনের মোড়কে রাখতে একদমই পছন্দ করেন না নবাবপত্নী। তাই তাঁকে মেকআপ ছাড়াই বেশি দেখা যায়। এ কারণে কারিনার ত্বকের উজ্জ্বলতা অনেক বেশি। কারিনা তাঁর চুলের বিশেষভাবেই যত্ন নেন। এই বলিউড নায়িকা অলিভ, ক্যাস্টর আর অ্যামন্ড তেল দিয়ে তাঁর চুল নিয়মিত মালিশ করেন। আর মুখের জন্য তিনি বেছে নিয়েছেন মধু। মধু দিয়ে মুখের মালিশ করেন কারিনা।
কারিনা, প্রিয়াঙ্কার মতো ক্যাটরিনা প্রসাধন থেকে শত হস্তে দূরে থাকতে পছন্দ করেন। মেকআপ করতে মোটেও পছন্দ করেন না। শুটিং না থাকলে ক্যাটরিনা শুধু সানস্ক্রিন লোশন আর লিপবাম ব্যবহার করেন। হেয়ার ড্রায়ারও খুব একটা ব্যবহার করেন না। আর ত্বকের তারুণ্য ধরে রাখতে ভেষজ তেলের ব্যবহার করেন ক্যাটরিনা।
দীপিকা তাঁর ত্বককে সতেজ এবং উজ্জ্বল রাখতে সারা দিন প্রচুর পরিমাণে পানি খান। জাঙ্ক ফুড থেকে নিজেকে দূরে রাখেন তিনি। দীপিকা ত্বককে তরতাজা রাখতে নিয়মিত স্পা করেন। আর এই বলিউড নায়িকা সিটিএম (ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং) রুটিন মেনে চলতে কখনো ভোলেন না। দীপিকা রাতে শুতে যাওয়ার আগে নাইটক্রিম আর দিনের বেলায় সানস্ক্রিন লোশন ব্যবহার করেন।
দিশার বিশ্বাস যে নিজের চুলকে তরতাজা দেখানোর জন্য সপ্তাহে অন্তত দুবার তেল লাগানো জরুরি। এই বলিউড–কন্যা চুলে পেঁয়াজের বীজের তেল মালিশ করেন। কারণ, এই তেল চুলে পুষ্টি জোগায়।