বয়স বেশি কিংবা কম, বলিরেখা বুড়িয়ে দেয় সুন্দর হাত, পা, গলা। চেহারার বাইরেও হাত, পা, গলায় ভাঁজ পড়ে যায়। বিশেষজ্ঞরা এই ভাঁজকেই বলিরেখা বলে থাকেন। বয়সের সঙ্গে বলিরেখার সম্পর্ক থাকলেও অযত্ন–অবহেলাও একটি কারণ।
ঢাকার হার্বস বিউটি ক্লিনিকের ত্বক বিশেষজ্ঞ আফরিন মৌসুমি জানান, নানা কারণ থেকেই শরীরের ত্বকে বলিরেখা পড়ে থাকে। মুখেই বেশি পড়ে, কারণ পুরো শরীরের চেয়ে আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা মুখে কম থাকে। ফলাফল বলিরেখা মুখেই বেশি হয়ে থাকে। মুখে তেল ধরে রাখার গ্রন্থি বেশি থাকে। শরীরের অন্যান্য স্থানে তেল ধরে রাখার গ্রন্থি বেশি থাকে। আর্দ্রতা ধরে রাখার গ্রন্থি কম থাকে।। মুখের কোথাও কোথাও আর্দ্রতা ধরে রাখার গ্রন্থি একেবারেই নেই; যেমন চোখের চারপাশ, ঠোঁটের চারপাশে এবং থুতনির স্থান। যথাযথ জায়গায় এ কারণে যথাযথ নিয়মে পরিচর্যা না করলে দ্রুত বলিরেখা পড়ে যায়। এসবের বাইরেও বলিরেখা পড়ার কিছু কারণ আছে, যেমন অতিরিক্ত প্রসাধনীর ভুল ব্যবহার, অনিয়ন্ত্রিত জীবনযাপন, পর্যাপ্ত পানি পান না করা, রোদ, ধুলাবালি, অপরিচ্ছন্নতা, পর্যাপ্ত ভিটামিনযুক্ত খাবার না খাওয়া ইত্যাদি। আফরিন মৌসুমি বলেন, সাধারণত সব ধরনের ত্বকেই বলিরেখা পড়ে। তবে শুষ্ক ত্বকেই বলিরেখা বেশি পড়ে। ২৫ বছর বয়স থেকেই কারও কারও হাত, পা, গলার ত্বকে নানা কারণে বলিরেখা পড়ে যায়। যাঁদের মাত্র বলিরেখা আসতে শুরু করেছে, তাঁরা চাইলেই কিছু নিয়ম মেনে তা দূর করতে পারবেন, রইল কিছু পরামর্শ।
এ ছাড়া গলায়, হাত, পায়ের ভাঁজ রোধে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এই ময়েশ্চারাইজার তৈলাক্ত না হওয়াই ভালো। অধিক পানি আছে, এমন ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তৈলাক্ত ত্বকের যত্নে বাজার থেকে কেনা ময়েশ্চারাইজার ব্যবহারের আগে খানিকটা গোলাপজল মিশিয়ে নমনীয় করে নেওয়া যেতে পারে। এতে করে বাজারের কেনা ময়েশ্চারাইজারের ক্ষতিকর পদার্থের প্রভাব খানিটা কেটে যাবে। শুষ্ক ত্বকের যত্নে রাতে ঘুমাতে যাওয়ার সময় বাজারের কেনা ময়েশ্চারাইজারের সঙ্গে গোলাপজল এবং এক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে গলায়, হাত, পায়ে ব্যবহার করুন।
আফরিন মৌসুমির দেওয়া ঘরোয়া ময়েশ্চারাইজার বানানোর পদ্ধতি