নিমন্ত্রণে তুশির সাজ

>নাজিফা তুশি—মডেল, অভিনেত্রী ও উপস্থাপক। সাধারণত দাওয়াত বা নিমন্ত্রণে নিজের সাজ নিজেই করেন তুশি। নিমন্ত্রণে তাঁর সাজ কেমন হয়, তা–ই নকশার পাঠকদের জন্য ধাপে ধাপে দেখালেন নাজিফা তুশি।
.

প্রথমে স্কিনট্রিটস ক্লিনজিং দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন। এরপর গ্লো টনিক লাগিয়ে শুরু করেছেন মেকআপ 

এবার গ্লো মিস্ট স্প্রে করেছেন পুরো মুখে।

ভিটামিন সি–সমৃদ্ধ ময়েশ্চারাইজার হাত দিয়ে মেখে নিলেন।

তারপর লাগালেন প্রাইমার।

প্রাইমার বসিয়ে নিয়েছেন সেটিং স্প্রে দিয়ে।

কনসিলার লাগিয়ে স্পঞ্জ দিয়ে মিশিয়ে নিয়েছেন খুব ভালো করে।

এবার ফাউন্ডেশন লাগালেন ব্রাশের আলতো ছোঁয়ায়।

কনট্রোলার লাগিয়ে ব্রাশের সাহায্যে বসিয়ে নিলেন।

 ভ্রু এঁকেছেন আইব্রো পেনসিলের আঁচড়ে।

আইশ্যাডো লাগালেন।

মাশকারা লাগালেন।

কাজলে শেষ হলো চোখের সাজ।

লিপস্টিক লাগানো হলো ঠোঁটে।

হাইলাইটার ও সেটিং স্প্রে দিয়ে সাজের ইতি টানা হলো।

সবশেষে শাড়ি আর গয়না পরে দাওয়াতে যাওয়ার পালা।

নাজিফা তুশির সাজের ভিডিও দেখুন প্রথম আলো অনলাইনে (www.prothomalo.com)

গ্রন্থনা: তানজিনা আকতারী