বলা হয়, আপনি যেমনই হোন না কেন, সবই ফুটে ওঠে আপনার মুখের আকারে
বলা হয়, আপনি যেমনই হোন না কেন, সবই ফুটে ওঠে আপনার মুখের আকারে

মুখের আকার দেখে কি আপনার ব্যক্তিত্ব বলে দেওয়া সম্ভব

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে প্রায়ই একটা শিরোনাম চোখে পড়ে—‘মুখের আকার বলে দেবে আপনার ব্যক্তিত্ব’। এ ধরনের কয়েকটি লেখা পড়ে যে সারমর্ম উদ্ধার করা গেল, তা অনেকটা এ রকম—আপনি আন্তরিক, যত্নশীল, বাস্তববাদী, উচ্চাভিলাষী, দৃঢ়প্রতিজ্ঞ, কর্মঠ—যা–ই হোন না কেন, সবই ফুটে ওঠে আপনার মুখের আকারে! এর বৈজ্ঞানিক সত্যতা নিয়ে নানা মতবাদ আছে। তবে আমরা সেদিকে না গিয়ে নজর দিই মূল প্রসঙ্গে। মিলিয়ে দেখুন তো আপনার মুখের আকারের সঙ্গে ব্যক্তিত্ব মেলে কি না। মিল পেলে বা না পেলেও কমেন্ট করে জানাতে পারেন।

গোলাকার

গোলাকার মুখ মানে আপনি আন্তরিক ও যত্নশীল। ফলে আপনাকে ভালোবাসে, এমন মানুষের সংখ্যা অনেক। আপনি যেন মানুষকে চুম্বকের মতো টানেন। আপনাকে সবাই দয়ালু ও সহজ মানুষ বলে জানে। আপনাকে সহজে বুঝতেও পারে। ফলে অন্যদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক গড়ে ওঠা সময়ের ব্যাপারমাত্র। আপনি দিলখোলা, অন্যের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়তে সদা প্রস্তুত। তবে অতিরিক্ত নিঃস্বার্থ হওয়া কখনো কখনো ক্ষতির কারণও হয়ে পড়ে। তাই নিজের ভালোমন্দ বা আবেগ–অনুভূতি চাপা দিয়ে না রেখে নিজের দিকে তাকান।

ডিম্বাকার

ওভাল বা ডিম্বাকার মুখের মানুষেরা বাস্তববাদী, পরিশ্রমী এবং লক্ষ্য অর্জনে উচ্চাভিলাষী। কঠিন পরিস্থিতিতে নৈতিকতায় অটল থাকেন। এসব গুণ আপনাকে জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আপনি যুক্তিবাদী, স্বাধীনচেতা এবং সমস্যার সমাধান খুঁজে বের করতে দক্ষ। আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয়। কঠিন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সহজে খাপ খাইয়ে ভারসাম্য বজায় রাখতে পারেন।

চৌকো বা বর্গাকার

বর্গাকার মুখের মানুষেরা দৃঢ়প্রতিজ্ঞ ও উদ্যমী। আপনি সব সময় সক্রিয় থাকেন। দ্রুত সিদ্ধান্ত নিতে এবং সহজ সমাধান বের করতে পটু। আপনি দূরদর্শী বলে বড় বড় সমস্যা আগেই চিহ্নিত করতে পারেন। ফলে সমাধানও আসে আপনার মাথা থেকে। এতে আপনি কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারেন। আর এসব গুণের কারণে লোকে আপনাকে দ্রুতই দক্ষ নেতার আসনে বসায়।

সূত্র: এমএসএন