যোগব্যায়াম আপনার ভুঁড়ি কমাতে সাহায্য করবে। মডেল: শামা মাখিং
যোগব্যায়াম আপনার ভুঁড়ি কমাতে সাহায্য করবে। মডেল: শামা মাখিং

এই তিন ইয়োগায় পেটের চর্বি কমবেই

আমাদের জীবনযাপন কতটা স্বাস্থ্যসম্মত, তার জাজ্বল্য প্রমাণ বয়ে বেড়ায় পেট। পেট তার স্বাভাবিক অবস্থা থেকে আয়তনে যতটা বাড়ছে, বুঝবেন আপনার জীবনযাপন ততটাই অস্বাস্থ্যকর। ভুঁড়ি থাকার মানে আপনার খাওয়াদাওয়া, চলাফেরা, ঘুম নিয়মতান্ত্রিক নয়। অনেকে সার্জারি করে পেটের ফ্যাট কমান। কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান না। গোড়া থেকে সমস্যা দূর না করলে চর্বি বারবার জমতেই থাকবে। এ ক্ষেত্রে কার্যকর একটা সমাধান হতে পারে যোগাসন। নিচে পেটের চর্বি ঝরানোর কয়েকটি যোগাসনের উপায় বাতলে দেওয়া হলো—

দীর্ঘ নৌকাসন

দীর্ঘ নৌকাসন

যেভাবে করবেন: শবাসনে শুয়ে হাত দুটো মিলিয়ে মাথার পেছনে সোজা করে রাখুন। শ্বাস ভেতরে টেনে পা, মাথা ও হাত ধীরে ধীরে মাটি থেকে প্রায় এক ফুট ওপরে তুলুন। নিতম্ব এবং পিঠের নিচের অংশ মাটির সঙ্গে লেগে থাকবে। দৃষ্টি বুকের ওপর রাখুন। আগের অবস্থায় ফিরে আসার সময় শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে হাত, পা ও মাথা মাটিতে রাখুন।

ব্যপ্তিকাল: ১০ সেকেন্ড দিয়ে শুরু করুন। এরপর আস্তে আস্তে সময় বাড়ান। আসন নিয়ন্ত্রণে চলে এলে ৩০-৬০ সেকেন্ড করে ৪-৫ বার করুন।

উপকারিতা: হজমশক্তির উন্নতি ঘটায়। ভুঁড়ি কমাতে সাহায্য করে। গ্যাস্ট্রিকের সমস্যায় উপকারী।

মন্ডুকাসন

মন্ডুকাসন

যেভাবে করবেন: পায়ের বৃদ্ধাঙ্গুল দুটি পরস্পর স্পর্শ করে বজ্রাসনে বসুন। বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল ভেতরের দিকে রেখে হাত মুষ্টি করুন। এবার মুষ্টি দুটির সামনের অংশ পরস্পরের সঙ্গে স্পর্শ করুন। এবার মুষ্টির ভেতরের দিক (বৃদ্ধাঙ্গুল যে দিকে) নাভি বরাবর স্পর্শ করান। এখন দম ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকুন। আসনে থাকা অবস্থায় শ্বাসপ্রশ্বাস ছোট ছোট করে খুব ধীরে ধীরে টানবেন ও ছাড়বেন। আসন থেকে ওঠার সময় দম নিতে নিতে উঠবেন।

সময়কাল: প্রাথমিক অবস্থায় ১০ সেকেন্ড দিয়ে শুরু করুন। আস্তে আস্তে সময় বাড়িয়ে ৩০ সেকেন্ড থাকার চেষ্টা করুন। এভাবে ৪-৫ বার করুন।

উপকারিতা: পেটের চর্বি বার্ন করতে সাহায্য করে। ডায়াবেটিসের সমস্যা সমাধানে উপকারি। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে।

উত্থানপাদাসন

উত্থানপাদাসন

যেভাবে করবেন: চিত হয়ে টান টান করে শুয়ে পড়ুন। হাত শরীরের সমান্তরালে ম্যাটের ওপর রাখুন। দম নিতে নিতে পা দুটো একসঙ্গে ৩০ ডিগ্রি উচ্চতায় তুলুন। এ অবস্থায় পেট একটু টেনে রাখবেন, নাহলে চাপ কোমরে পড়বে। ১৫-৩০ সেকেন্ডের মতো এভাবে থেকে আস্তে আস্তে পা নামিয়ে নিন। পা নামানোর সময় শ্বাস ছাড়তে ছাড়তে নামাবেন। এভাবে ৪০, ৫০ করে ৯০ ডিগ্রি পর্যন্ত করতে পারেন।

সময়কাল: শুরুতে প্রত্যেক ধাপে ১০ সেকেন্ড সময় নিন। আস্তে আস্তে সময় বাড়ান।

উপকারিতা: তলপেট ও ওপরের পেটের ফ্যাট বার্ন করার জন্য খুব কার্যকর আসন।

মনে রাখুন

আপনার পেট বা ভুঁড়ি এক দিনে বা এক মাসে বাড়েনি। বছরের পর বছর অনিয়ম করার ফলে পেটে ভুঁড়ি হয়েছে। সেটা কমানোর জন্য তাড়াহুড়া করবেন না। স্বাস্থ্যকর পদ্ধতিতে যোগাভ্যাসের মাধ্যমে এটা দূর করতে প্রতিদিন অনুশীলন করে যেতে হবে। দেহের শক্তির প্রয়োজনে যেমন প্রতিদিন আমরা খাবার খাই, সেভাবে দেহের গঠন সুন্দর করার জন্য প্রতিদিন যোগাভ্যাস প্রয়োজন। যোগব্যায়ামে পেট কমতে কারও এক মাস, কারও তিন মাস কিংবা এক বছরও লাগতে পারে। কিন্তু অধৈর্য হয়ে অভ্যাস বন্ধ করা যাবে না।