নোটিশ বোর্ড

আজই রেসিপি পাঠানোর শেষ দিন

বর্ষার পোশাক

কে ক্র্যাফটের বর্ষার পোশাক
ছবি : সংগৃহীত

কে ক্র্যাফট: বর্ষার উপযোগী সুতি, ভয়েল, হাফ সিল্ক, ডুয়েল টোন কাপড়ের পোশাক এনেছে কে ক্র্যাফট। বেছে নেওয়া হয়েছে সাদা, নীল, আকাশি, টিয়া সবুজ, ছাই রঙের নানান শেড।

খাবারের উৎসব

মাচানে চলছে ‘ভরপুর ভর্তা উৎসব’

মাচান: মাচান রেস্টুরেন্টে গত ২১ জুন থেকে শুরু হয়েছে ‘ভরপুর ভর্তা উৎসব’। এই বুফে আয়োজনে থাকছে ১০ রকমের বেশি ভর্তা।

গোল্ডেন টিউলিপে চলছে সামুদ্রিক খাবারের উৎসব

গোল্ডেন টিউলিপ: ৫ জুলাই হোটেল গোল্ডেন টিউলিপে শুরু হচ্ছে ‘সি ফুড ম্যানিয়া’ শিরোনামে সামুদ্রিক খাবারের উৎসব। বুফে ডিনারে জনপ্রতি ৫৭০০ টাকায় এই উৎসবে অংশ নেওয়া যাবে।

আয়োজন

তৃতীয়বারের মতো শুরু হচ্ছে ‘রাঁধুনী নিবেদিত মাংসের সেরা রেসিপি অনলাইন কমপিটিশন ২০২৪’। রেসিপি পাঠানোর শেষ তারিখ ৫ জুলাই। রেসিপি পাঠাতে হবে ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে।