বছরের শুরুতেই সারা বছরের বৃত্তির সূচিটা জানা থাকলে প্রস্তুতি নেওয়া সহজ হয়। ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য আজ থাকল বৃত্তির বর্ষপঞ্জি
ইন্দোনেশিয়ার সরকারি বৃত্তি
আবেদনের সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি।
সরকারি বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ দেয় ইন্দোনেশিয়া সরকার। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির কেতাবি নাম কেএনবি (কেমিত্রান নেগারা বার্কেমব্যাংক)। দেওয়া হয় সেটেলমেন্ট ভাতা; জীবনযাপন ভাতা বা লিভিং অ্যালাউন্স; ইন্দোনেশিয়ার ভাষাশিক্ষা কোর্স; রাউন্ড ট্রিপ ইকোনমি বিমান টিকিট।
বৃত্তির আওতায় শিক্ষার্থীদের ইন্দোনেশিয়ার শীর্ষস্থানীয় ৩১টি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পড়ার সুযোগ মিলবে। ১ হাজার ৪৭৫টি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামে পড়াশোনার করা যাবে।
আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২১ বছর। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষায় টোয়েফল আইটিপি ৪৭৭, টোয়েফল আইবিটি ৫৩, আইইএলটিএস ৫ দশমিক ৫, টোয়িক ৫১০ স্কোর অর্জন করতে হবে। আবেদনের ক্ষেত্রে গত দুই বছরের মধ্যে অর্জন করা প্রশংসাপত্র গ্রহণযোগ্য।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বৃত্তি
আবেদনের সময়: জানুয়ারি-এপ্রিল।
সদস্যরাষ্ট্রের শিক্ষার্থীদের এ বৃত্তি দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণায় উচ্চপ্রযুক্তির জন্য মেধাবৃত্তি কর্মসূচি (এমএসপি) ও আইডিবি-আইএসএফডি কর্তৃক স্নাতক ডিগ্রি, কারিগরি ও কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণে বৃত্তি প্রদান করা হয়। টিউশন ফি ও অন্যান্য সুযোগ–সুবিধা আছে। প্রয়োজন হয় স্নাতক ডিগ্রি ও ভাষাদক্ষতার সনদ।
ইউরোপে ইরাসমাস মুন্ডাস বৃত্তি
আবেদনের সময়: আবেদনের সময় তিন রকম। ক্যাপাসিটি বিল্ডিং ফর হাইয়ার এডুকেশন (সিবিএইচই) অ্যাকশনে আবেদনের শেষ সময় ৮ ফেব্রুয়ারি। ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স (ইএমজেএম) অ্যাকশনে আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি। ‘ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) অ্যাকশন’-এ আবেদনের শেষ সময় আগামী ২০ ফেব্রুয়ারি।
ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেওয়া হয় ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে। শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিমার সুযোগ, ভ্রমণ, ভিসা, ইনস্টলেশন এবং ২ বছরে প্রতি মাসে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো উপবৃত্তি দেওয়া হয়। দুই বছর মেয়াদি এ বৃত্তির চার সেমিস্টারে ইউরোপের চারটি দেশে পড়ার সুযোগ মিলবে। প্রতিটি দেশ থেকেই আলাদা মাস্টার ডিগ্রির সার্টিফিকেট দেওয়া হয়। এ ছাড়া ‘ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) অ্যাকশন’ ও ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর হাইয়ার এডুকেশন (সিবিএইচই) অ্যাকশন’-এ আবেদন করতে পারবেন আগ্রহীরা। আগ্রহী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।