পড়ালেখার বিষয় যখন বিমান ও বিমানবন্দর ব্যবস্থাপনা

ঢাকার উত্তরায় ক্যাটেকের ক্যাম্পাস
ছবি: জাহিদ হোসাইন খান

ঢাকার উত্তরায় অবস্থিত কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে (ক্যাটেক) আছে ‘বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট’ নামে চার বছর মেয়াদি কোর্স। আট সেমিস্টারে বিভক্ত এই ডিগ্রিতে শিক্ষার্থীরা বিমানবন্দর–সংশ্লিষ্ট প্রশাসন, বিমানবন্দর পরিচালনা, এয়ারলাইনসের বিপণন ও আর্থিক ব্যবস্থাপনা, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টসহ নানা বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।

কলেজের শিক্ষার্থী নওশিন তাবাসসুম জানান, ভবিষ্যতে ইউরোপের কোনো বিমান সংস্থায় কাজ করতে চান তিনি। এরই মধ্যে শারজাহ বিশ্ববিদ্যালয়ে চার মাসের ইন্টার্নশিপের মাধ্যমে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। বলছিলেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিই নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে। মূলত, আমার মায়ের আগ্রহেই এভিয়েশন ম্যানেজমেন্টে পড়তে এসেছি।’ আরেক শিক্ষার্থী ফাইয়াজ বিন মোস্তফা বলেন, ‘মনে আছে, ভর্তির প্রথম সপ্তাহেই আমাদের সবাইকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর দুই বছরের মধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাই। প্রথমে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিলাম কানাডায়। কিন্তু করোনার কারণে আর যাওয়া হয়নি। পরে সুযোগ হয় ব্রাজিলের ইউনিভার্সিদাদ দ্য অরো প্রেটোতে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসেও ছয় মাসের গ্রাহকসেবা কর্মকর্তা হিসেবে ইন্টার্নি করেছি।’ শিক্ষার্থীরা জানান, তাঁদের সিনিয়ররা যেহেতু বিভিন্ন বিমানবন্দর বা বিমান সংস্থায় কাজ করছেন, এটিও বড় সুযোগ। কলেজ প্রাক্তন শিক্ষার্থীরা সুযোগ পেলেই চলে আসেন নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করতে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে কলেজ অব এভিয়েশন টেকনোলজি শিক্ষার্থীদের সনদ দিচ্ছে। কলেজের পাঠ্যক্রম ও ভর্তিপ্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। এখানে দুটি বিষয়ে চার বছরের কোর্স আছে। অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আট সেমিস্টারের বেতন, ভর্তি ফিসহ আনুষঙ্গিক খরচ প্রায় ৮ লাখ ৪৭ হাজার টাকা। এ ছাড়া এভিয়েশন ম্যানেজমেন্টে ৮ সেমিস্টারে খরচ পড়বে প্রায় ৬ লাখ ৫৫ হাজার টাকা। শিক্ষার্থীদের দক্ষতা ও মেধা অনুসারে বৃত্তি ও আর্থিক প্রণোদনারও সুযোগ আছে।

এখানে বিবিএর পড়াশোনা শেষে শিক্ষার্থীরা আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, মোবাইল অপারেটরসহ নানা করপোরেট প্রতিষ্ঠানেও কাজের সুযোগ পাচ্ছেন। দেশীয় বিভিন্ন বিমান সংস্থাসহ মধ্যপ্রাচ্যের এয়ারলাইনস, যেমন এমিরেটস এয়ারলাইনস, কাতার এয়ারলাইনস, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজসহ ইউরোপের বিভিন্ন নামী বিমান সংস্থায়ও কাজের সুযোগ আছে।

বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিন বিভাগের শিক্ষার্থীরাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পর বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টের অনার্স কোর্সে আবেদন করতে পারবেন। এইচএসসিতে ন্যূনতম জিপিএ–৩ থাকতে হবে। আগ্রহী শিক্ষার্থীর এইচএসসিতে অ্যাকাউন্টিং বা বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থনীতি, ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স, প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, পরিসংখ্যান ও উচ্চতর গণিতের মধ্যে যেকোনো একটি বিষয়ে ন্যূনতম জিপিএ–৩ থাকতে হবে। বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ভর্তি ফি ৩৫ হাজার ৫০০ টাকা। সেমিস্টারপ্রতি টিউশন ফি ৬৫ হাজার টাকা। কলেজের ফেসবুক পেজ দেখুন এখানে

ঠিকানা: সেক্টর-১৬ জে, সড়ক-১৩, প্লট-২২, উত্তরা, ঢাকা। ফোন: ০১৯২৬৯৬৩৬৫৩, ০১৯১৬৯৮৭৩০৯