দৃষ্টিনন্দন এই ভবনে হবে মাছ ও সমুদ্র নিয়ে গবেষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হয়েছে একটি অত্যাধুনিক সমুদ্র গবেষণা কেন্দ্র। নবনির্মিত পাঁচতলা ভবনটি বেশ নজরকাড়া। মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের একটি ইনস্টিটিউট (মেরিন সায়েন্সেস) ও দুটি বিভাগের (মৎস্যবিদ্যা ও সমুদ্রবিজ্ঞান) জন্য আছে ৫৬টি কক্ষ। শিক্ষকদের কক্ষের সংখ্যা ৩৫। আরও আছে মেরিন অ্যাকুয়ারিয়াম ভবন। অ্যাকুয়ারিয়ামটিতে থাকবে সামুদ্রিক নানা পর্বের নানা গোত্রের প্রাণী। পাশাপাশি এই অনুষদে একটি হ্যাচারিও রয়েছে।

নবনির্মিত মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। ড্রোনশটটি নিয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া
নবনির্মিত মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। ড্রোনশটটি নিয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া
মেরিন অ্যাকুরিয়ামের কাজ চলছে
অনুষদ এলাকার প্রায় পুরোটা জুড়ে রয়েছে একটি দৃষ্টিনন্দন লেক। লেকের পানিতে কচ্ছপ চোখে পড়ল।
ছুটির দিনে মুক্তমঞ্চ ফাঁকা থাকলেও অন্য সময় শিক্ষার্থীদের আনাগোনা চোখে পড়ে
একাডেমিক ও শিক্ষক ভবনকে যুক্ত করেছে এই সেতু।
অনুষদের প্রবেশমুখে টেরাকোটার ফলক