জীবনে কখনোই বেকার হবেন না, কীভাবে জানেন  

চাকরি হারানোর ভয় অনেকেরই দৈনন্দিন জীবনের অংশ। জীবন অনিশ্চিত, এটা মেনে নিতেই হবে। তাই বলে চাকরি হারিয়ে বেকার হবেন? তা কেন! তবে চাকরির বাজারে আপনি যদি নিজেকে সব সময় প্রাসঙ্গিক রাখতে পারেন, তাহলে আপনার বেকার থাকাটা কঠিন। চলুন জেনে নিই এমন ৪টি উপায়।

আপনি যে সেক্টরে কাজ করতে চান, সেই সেক্টরের নতুন জ্ঞান, গবেষণা, নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির বাজার, নতুন প্রতিষ্ঠান—এসব সম্পর্কে জানুন। খোঁজখবর নিন
ছবি: পেক্সেলস

১. নতুন দক্ষতা

সময়ের সঙ্গে নিজেকে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। ভবিষ্যতের অর্থনীতিতে যে দক্ষতাটি সবচেয়ে জরুরি, সেটি আপনাকে আয়ত্ত করতেই হবে। ইংরেজি জানা, কম্পিউটার জ্ঞান, তৃতীয় আরেকটি ভাষা জানা, প্রতিনিয়ত নতুন কিছু শেখা—এগুলো সব সময় কাজে দেবে। এসবের বাইরে সব সময়ই নানা ধরনের ফ্রি কোর্স চলতে থাকে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও নানা সময়ে কর্মশালা আর প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। সেখানেও যুক্ত হতে পারেন। বিষয় হলো, কোথাও আটকে থাকা যাবে না। সম্ভাবনাগুলো প্রতিনিয়ত যাচাই করে দেখতে হবে। নিজেকে আরও বেশি করে দক্ষ, যোগ্য করে তুলুন।

২.  ডিজিটাল পোর্টফোলিও

আপনার কি লিংকডইনে অ্যাকাউন্ট আছে? না থাকলে খুলে ফেলুন। বর্তমানে পেশাদার কাজের নেটওয়ার্কিংয়ের জন্য লিংকডইন গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।
নিজের আপডেটেড ডিজিটাল পোর্টফোলিও, অনলাইন উপস্থিতি ও সম্ভাব্য ভোক্তা, ক্রেতা ও সেবাগ্রহীতাদের সামনে নিজেকে উপস্থাপন করা জরুরি। অনলাইন উপস্থিতি এমনভাবে নিশ্চিত করবেন, যাতে যেখানে কাজ করতে চান, সেখানে আপনাকে তাঁরা সম্ভাব্য কর্মী হিসেবে খুঁজে পান।

৩. নিজেকে অন্যদের ‘চোখের সামনে’ রাখুন

নিজেকে ‘পাবলিক আই’য়ের সামনে রাখাটা খুবই জরুরি। এটা কেবল বলিউড তারকাদের জন্যই নয়, আপনার জন্যও সত্যি। আর এটা করতে হয় নিজের ব্র্যান্ডিংয়ের জন্য। আপনি কী কাজ করেছেন, কোন ভালো প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন বা অন্য যেকোনো বিষয়ে নিজের যুক্তিযুক্ত মতামত, বিশ্লেষণ—এগুলো মানুষের সামনে রাখুন। আপনাকে সহজেই খুঁজে পেতে, ‘পিক করতে’ সুবিধা হবে। মনে রাখবেন, চোখের আড়াল মানে মনের আড়াল।

৪. নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং

আপনি যে সেক্টরে কাজ করতে চান, সেই সেক্টরের মানুষদের সঙ্গে যোগাযোগ রাখুন। সেই ক্ষেত্রে নতুন জ্ঞান, গবেষণা, নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরির বাজার, নতুন প্রতিষ্ঠান—এসব সম্পর্কে জানুন। খোঁজখবর নিন।

‘লাস্ট বাট নট দ্য লিস্ট’, নিজের বিকল্প আয়ের পথ খোলা রাখুন। সময়ে এর কোনো বিকল্প নেই। বর্তমানে তরুণ প্রজন্মের অনেকেই আর আয়ের পথ হিসেবে কেবল চাকরির ওপর নির্ভর করছেন না; বরং নিজেরা নানা কিছু করে, নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছেন। বন্ধুবান্ধব মিলে বনে যাচ্ছেন উদ্যোক্তা। সেখান থেকে অনুপ্রাণিত হতে বাধা কোথায়?


সূত্র: লিংকডইন