ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে প্রথম আলোর পাঠক উৎসব। থাকছে জনপ্রিয় শিল্পীদের গান, নৃত্য, চলচ্চিত্র তারকাদের উপস্থিতি, চরকির চলচ্চিত্র প্রদর্শনী, ফ্ল্যাশমব, ম্যাজিক শো, ছবির প্রতিযোগিতা, বইমেলা, কুইজসহ নানা আয়োজন । বিভিন্ন স্টলে নানা ধরনের গেমসে অংশ নিয়ে আছে পুরস্কার জেতার সুযোগ। নকশা, অধুনা, ছুটির দিনে, স্বপ্ন নিয়ের স্টলে বাড়ছে ভিড়। মেলা চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।