জেনে নিন

টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ছাড়

বিশেষ ছাড়

মেনজ হেয়ার ল্যাব অ্যান্ড স্যালন
ছবি: সংগৃহীত

টি–টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে মেনজ হেয়ার ল্যাব অ্যান্ড স্যালনে চলছে বিশেষ ছাড়। ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর রাস্তার নাহার গ্রিন সামিটে অবস্থিত স্যালনটিতে যেকোনো ফেসিয়ালে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। যোগাযোগ: ০১৭৭৯৬৬০৯৪৭

ঘরে বসেই পিৎজা তৈরি দেখা যাবে

ডোমিনোজ পিৎজা

ডোমিনোজ পিৎজা চালু করল ‘লাইভ পিৎজা থিয়েটার’। ফরমাশ দেওয়া পিৎজা তৈরির পুরো প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে। ফরমাশ দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের কাছে এসএমএসের মাধ্যমে একটি লিংক শেয়ার করা হবে। এটাতে ক্লিক করে গ্রাহক স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপে ঘরে বসেই পিৎজা তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া দেখতে পারবেন। ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, ‘আমরা বিশ্বাস করি যে লাইভ পিৎজা থিয়েটার গ্রাহকদের কাছে খাদ্যনিরাপত্তার বিষয়ে আমাদের স্বচ্ছতা তুলে ধরবে।’