মাছ ধরতে গিয়ে কাঁকড়া পেলেই খুশি হয়ে যান নেপালের নারীরা

কৃষিকাজ আর মাছ ধরা নেপালি গ্রামীণ নারীদের অন্যতম পেশা। নেপালের নারীদের মাছ ধরার ধরন বেশ বিচিত্র। সকালে ও নিস্তব্ধ দুপুরে নারীরা দল বেঁধে গ্রামের পাহাড় থেকে নেমে আসা চিকন খালে মাছ ধরেন। কিছু নিজেদের খাওয়ার জন্য রেখে বাকিগুলো নিজেরাই আবার সন্ধ্যায় গ্রামের বাজারে বিক্রি করেন। ছোট ছোট ঝুপড়িজালে মাছ ধরেন তাঁরা। আমাদের দেশীয় মাছের সঙ্গে মিল থাকলেও সেসব মাছের নাম ও স্বাদ ভিন্ন। ছোট ছোট দেশীয় কাকড়া, শামুক তাঁদের প্রিয় খাবার। নানা ধরনের কাঁকড়া পেলেই খুশিতে ঝুড়িতে রাখেন তাঁরা। সম্প্রতি ধানগড়ি এলাকার ফাকালপুর গ্রাম ঘুরে ছবিগুলো তুলেছেন সাবিনা ইয়াসমিন।

দুপুরের নরম আলোয় গ্রামের খালে দল বেঁধে মাছ ধরেন নারীরা
ছবি: সাবিনা ইয়াসমিন
মাছ ধরতে মাঝেমধ্যেই বেশ বেগ পেতে হয়
ছোট ছোট দেশীয় মাছ ধরে দেখাচ্ছেন একজন
ছোট ঝুপড়িতে ধীরে ধীরে মাছ ধরেন তাঁরা
মাছ ধরে এভাবে ঝুড়ি থেকে সেগুলো তোলেন
একটি কাঁকড়া পেলেই খুশি হয়ে যান তাঁরা
মাছ ধরার জালগুলো অন্য রকম
মাছ বেশি পেয়েই খুশি
মাছ পাচ্ছেন না, তাই চিন্তিত
গ্রামের মানুষ এখনো গরুর গাড়িতে চলাফেরা করে