আজ ১১ ফেব্রুয়ারি, সিঙ্গেলেই সুখী দিবস
আজ ১১ ফেব্রুয়ারি, সিঙ্গেলেই সুখী দিবস

একা থাকাকে চুটিয়ে উপভোগ করার দিন আজ

দিন কয়েক পরই বিশ্ব ভালোবাসা দিবস। ইতিমধ্যে প্রকৃতিতে বইতে শুরু করেছে প্রেমের বাসন্তী হাওয়া। হাওয়ায় ভাসছে যুগল নিশ্বাসের ঘ্রাণ। দিবসটি উদ্‌যাপনের প্রস্তুতিপর্ব চলছে এখন। দিনমান কর্মসূচির পরিকল্পনা নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন প্রেমিক-প্রেমিকারা। কিন্তু যাঁদের প্রেম নেই, নেই ভালোবাসাবাসির মানুষ, তাঁদের দিন কেমন কাটছে! এর জবাব হতে পারে মিশ্র। কারও মনে হয়ত প্রেমহীনতার আফসোস। আবার কেউ আছেন খোশমেজাজে। একা থাকাকে চুটিয়ে উপভোগ করছেন।

একা থাকার আনন্দ একবার যাঁরা পেয়ে যান, পেয়ে যান স্বাধীনতার সুখ, কিছুতেই তাঁরা প্রথাগত প্রেমের শৃঙ্খলে বাঁধা পড়তে চান না। সিঙ্গেল মানেই নির্ভেজাল নির্বিবাদী জীবন। ঝাড়া হাত-পা। গায়ে হাওয়া লাগিয়ে নিজের মতো নিজের জীবনকে যাপন। সুতাবিহীন ঘুড়ির মতো খোলা আকাশে উড়ে বেড়ানো। কারও কাছে জমা দেওয়া নেই ঘুড়ির নাটাই। কী, কেন, কখন, কীভাবে—নেই এসব কৈফিয়তের ঝামেলা। নিয়ম করে ফোনালাপ, খুদেবার্তা, যত্ন করে মনে রাখা বিশেষ দিন, মন ভরানো আলগা প্রশংসা—এসব জটিলতা থেকে মুক্ত থাকেন তাঁরা।

সিঙ্গেল বন্ধুরা মিলে আজ একটা সিঙ্গেল পার্টিও দিতে পারেন

কাউকে পেলাম না বলে একা রয়ে গেছি কিংবা একা থাকার গুণগান গেয়ে যাচ্ছি—সিঙ্গেল বন্ধুদের ব্যাপারে যুগল বন্ধুরা আবার এমনটা ভাববেন না। একা থাকাটা কারও কারও ব্যক্তিগত পছন্দ। অন্য জীবন জড়িয়ে নিজের সরল জীবনকে জটিল করে তুলতে চান না অনেকেই। সত্যিই সিঙ্গেল জীবনে সুখী তাঁরা।

আজ একাকী ঘুরে আসতে পারেন দূরে কোথাও

আজ ১১ ফেব্রুয়ারি, সিঙ্গেলেই সুখী দিবস (স্যাটিসফায়েড স্টেয়িং সিঙ্গেল ডে)। টমাস ও রুথ রয় নামের দুজন ভদ্রলোকের উদ্যোগে দিনটির প্রচলন হয়। তবে কবে থেকে এটি পালিত হচ্ছে, জানা যায় না। নানাভাবে দিনটি পালন করা যেতে পারে। সিঙ্গেল বন্ধুরা মিলে একটা সিঙ্গেল পার্টি দিতে পারেন। একাকী ঘুরে আসতে পারেন দূরে কোথাও।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে