কোন বলিউড তারকার ভ্যানিটি ভ্যান কেমন?

বাইরে থেকে মনে হয় বলিউড তারকাদের জীবন কী আয়েশের! আসলে কিন্তু তাঁদেরও কম ছুটতে হয় না। বছরের একটা বড় অংশই তাঁদের কাটাতে হয় বাড়ির বাইরে। আউটডোর শুটিংয়ে। আবার বাড়ি থেকে দূরে থাকলেও তাঁদের নিস্তার নেই। সব সময় থাকতে হয় সেজেগুজে, টিপটপ হয়ে। তাঁদের পেশাটাই সে রকম কিনা! সে জন্য তাঁদের ভরসা ভ্যানিটি ভ্যান। ছোটখাটো বাড়ির মতো একটা গাড়ি। তাতেই রাখেন নিজেদের প্রয়োজনীয় সবকিছু। দেখে নিন ছয় বলি তারকার সেই ভ্যানের ভেতরের চেহারা।

শাহরুখ খান

বলিউড তারকাদের মধ্যে অন্যতম বড় ভ্যানিটি ভ্যানের মালিক এসআরকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

বলিউড তারকাদের মধ্যে অন্যতম বড় ভ্যানিটি ভ্যানের মালিক এসআরকে। সেটাকে একটা চলমান বিলাসবহুল বাড়ির চেয়ে কম কিছু বলার উপায় নেই। বিশাল ফ্ল্যাটস্ক্রিন টিভি থেকে শুরু করে আরামদায়ক গোসলের ব্যবস্থা, আছে সব। ছাদটা বানানো কাচ আর কাঠ দিয়ে। এমনকি দাঁড় করানো অবস্থায় ভ্যানটার একটা পাশ বাড়ানোও যায়। আর প্রায়ই শুটিং শেষে তাতে বসে তারকাদের জম্পেশ আড্ডা।

সালমান খান

আধুনিক বাথরুম, বিশাল বিছানা, ফ্ল্যাটস্ক্রিন টিভি, সেন্ট্রাল এসি। আছে বিনোদনের সব বন্দোবস্ত

সাল্লু ভাইয়ের ভ্যানিটি ভ্যানটাও কম বড় নয়। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ওটা ভ্যানিটি ভ্যান। মনে হবে বিশাল একটা বাস। কিন্তু ভেতরে ঢুকলে ভাঙে ভুল। আছে বিলাসের সব আয়োজন! আধুনিক বাথরুম, বিশাল বিছানা, ফ্ল্যাটস্ক্রিন টিভি, সেন্ট্রাল এসি। আছে বিনোদনের সব বন্দোবস্ত। ভাইজানের আরাম করার জায়গা, এমনকি বন্ধুদের নিয়ে আড্ডাবাজির জন্যও আছে ব্যবস্থা।

করণ জোহর

ভ্যানের ভেতরের ডিজাইনে ফুটে উঠেছে তাঁর নিজস্বতা

নিজের ভ্যানিটি ভ্যানের একটা ভিডিও নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন কেজো। লিখেছিলেন, ‘এখানকার সবকিছুই আমার, আমাকে ডাকে!’ বিস্তারিত বিবরণ দেন ওয়ার্ডরোব, ভাঁড়ার আর আসবাবের। ভ্যানের ভেতরের ডিজাইনে ফুটে উঠেছে তাঁর নিজস্বতা। যেমন কুশন কাভারের নকশা করা হয়েছে তাঁর সুয়েটশার্ট থেকে। আছে মাইক্রোওয়েভ, কফি মেশিনের মতো নিত্যব্যবহার্য জিনিসপত্রও।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনার ভ্যানিটি ভ্যানের ভেতরের সাদা দেয়ালজুড়ে সাজানো আছে দারুণ সব শিল্পকর্ম

তাঁর ভ্যানিটি ভ্যান নিয়ে তেমন আলোচনা হয় না। তবে বিলাসী আয়োজন আর শৌখিনতার ছোঁয়া একটুও কম নেই তাঁর ভ্যানে। ভেতরের সাদা দেয়ালজুড়ে সাজানো আছে দারুণ সব শিল্পকর্ম। ছবি তো আছেই, আছে সূচিকর্মও। ভেতরের আসবাবগুলোও দারুণ শৌখিন। সেগুলোতে রেখেছেন ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া।

আনুশকা শর্মা

আয়নাটা হাতির দাঁতের ফ্রেমে বাঁধানো

নিজের পছন্দের সঙ্গে মিলিয়ে ভ্যানিটি ভ্যান সাজিয়েছেন আনুশকা। হুলুস্থুল ডিজাইনে চোখধাঁধানো আয়োজন নেই। তবে যতটুকু আছে, বেশ শৌখিন। আয়নাটা হাতির দাঁতের ফ্রেমে বাঁধানো। সঙ্গে মেকআপ লাইট। বিশ্রামের জায়গাটায় পর্দার আড়াল দেওয়া। পর্দায় ফুলের নকশা আঁকা। মাঝে হালকা কাঠের প্যানেল বসানো। মিনিমালিস্টিক ডিজাইন, তবে দারুণ মনোমুগ্ধকর।

আলিয়া ভাট

নিজের ‘চলন্ত বাড়ি’র ছবি বেশ কয়েকবার ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন আলিয়া। তাঁর ভ্যানিটি ভ্যানের ডিজাইন করেছেন গৌরী খান। কিং খানের স্ত্রী নিজে একজন ফ্যাশন ডিজাইনার। আলিয়ার ভ্যানের ডিজাইন করেছেন পুরোনো বইয়ের ছবি দিয়ে। যেমনটা ছিল আলিয়ার জুহু এলাকার বাড়িতে। যেটাতে থাকতেন বোন শাহিন খানের সঙ্গে। দেয়ালগুলো সাজানো কাচ দিয়ে। যেগুলো ছবি তোলার জন্য দুর্দান্ত ব্যাকগ্রাউন্ডের কাজ করে।

তথ্যসূত্র: আইডিভা