৬০ শতাংশ মানুষ জীবনে অন্তত একবার যে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন

ধরুন, জীবনে প্রথমবারের মতো কোনো জায়গায় গিয়েছেন। স্বাভাবিকভাবেই সেখানকার সবকিছু আপনার জন্য নতুন। কিন্তু হঠাৎ আপনার মনে হলো, এই জায়গায় আপনি আগেও এসেছেন। কিংবা আপনার চেনাজানা জায়গাতেই হঠাৎ এমন কোনো ঘটনা ঘটল, যা আপনার জীবনে আগে না ঘটলেও মনে হলো, ঠিক এই ঘটনাই আপনার সঙ্গে আগেও ঘটেছে। এ ধরনের পরিস্থিতিতে কি আপনি কখনো পড়েছেন?

হঠাৎ আপনার মনে হতে পারে এই জায়গায় আপনি আগেও এসেছেন
ছবি: পেক্সেলস

পরিসংখ্যান বলছে, পৃথিবীর ৬০-৭০ শতাংশ সুস্থ মানুষই জীবনে এক-দুবার এ ধরনের অনুভূতির সম্মুখীন হন। যেকোনো বয়সেই এমন অনুভূতির সম্মুখীন হতে পারেন। তবে কৈশোরে এটি হওয়ার হার তুলনামূলকভাবে একটু বেশি। ক্ষণস্থায়ী এই অনুভূতির নাম দেজা ভ্যু। মানব মস্তিষ্কের বিচিত্রতার এক দারুণ উদাহরণ দেজা ভ্যু। এ প্রসঙ্গে নানা তথ্য জানালেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিশু–কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ।

কেন হয় দেজা ভ্যু

দীর্ঘদিন ধরে ভুলে যাওয়ার রোগে আক্রান্ত ব্যক্তিরও দেজা ভ্যু হতে পারে

দেজা ভ্যু হলে অনেকে ভাবনায় পড়ে যেতে পারেন, ‘আমার কেন এমন হলো?’ কেউ কেউ ভয় পেয়ে যান। ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ অবশ্য আশ্বস্ত করলেন, হঠাৎ দেজা ভ্যু হলে ভয়ের কিছু নেই। আবেগ ও মানসিক চাপের সঙ্গে দেজা ভ্যুর সম্পর্ক রয়েছে। কৈশোরে আবেগ এবং অতিরিক্ত চাপ সামলানোর কৌশল খুব ভালোভাবে রপ্ত থাকে না। এ সময় দেজা ভ্যু হতে পারে। অল্প কিছু ক্ষেত্রে কিছু শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গেও দেজা ভ্যুর সম্পর্ক থাকে। মস্তিষ্কের যে অংশ পুরোনো ঘটনার স্মৃতির সঙ্গে সম্পর্কিত, সেখানে কোনো অস্বাভাবিকতা সৃষ্টি হলে দেজা ভ্যু হতে পারে। মাইগ্রেনের যেসব রোগী তাঁদের ব্যথা শুরু হওয়ার আগে বুঝতে পারেন যে ব্যথা শুরু হতে যাচ্ছে, তাঁদেরও দেজা ভ্যু হতে পারে। দীর্ঘদিন ধরে ভুলে যাওয়ার রোগে আক্রান্ত ব্যক্তিরও দেজা ভ্যু হতে পারে। তবে ক্ষণিকের এই ভুল অনুভূতির জন্য কাউকে অসুস্থ কিংবা মানসিক বিকারগ্রস্ত ধরে নেওয়া যাবে না। বেশির ভাগ ক্ষেত্রেই এর পেছনে কোনো রোগ বা অস্বাভাবিকতা থাকে না।

স্বাভাবিক ও অস্বাভাবিক দেজা ভ্যু

খুব বেশি ঘোরাঘুরি করলে দেজা ভ্যু হতে পারে

সুস্থ-স্বাভাবিক মানুষের দেজা ভ্যু কেমন হয়, আর অসুস্থ মানুষের দেজা ভ্যু কেমন হয়, সে সম্পর্কে জেনে রাখা ভালো। স্বাভাবিক দেজা ভ্যু ঘটে কালেভদ্রে, ক্ষণিকের জন্য। কিন্তু দেজা ভ্যুর পেছনে অন্য কোনো কারণ থাকলে প্রায়ই এমন সমস্যা দেখা দিতে পারে (মাসে একাধিকবার), এর স্থায়িত্বও বেশি হতে পারে, তা হতে পারে অত্যন্ত তীব্র এক অনুভূতি; আবার অল্প সময় স্থায়ী হলেও তাতে সৃষ্টি হতে পারে ভীষণ কষ্টদায়ক এক পরিস্থিতি। অস্বাভাবিক দেজা ভ্যুর লক্ষণ দেখা দিলে কিংবা খিঁচুনি হলে একজন নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন। স্নায়বিক কারণ না থাকলে তিনি প্রয়োজনে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যেতে বলবেন।

দেজা ভ্যু নিয়ে আরও কিছু কথা

যাঁদের স্বপ্নের কথা তেমন মনে থাকে না, তাঁদের দেজা ভ্যু কম হতে দেখা যায়

সুস্থ-স্বাভাবিক অনেক মানুষেরই ঘুমের মধ্যে দেখা স্বপ্নের কথা খুব একটা মনে থাকে না। যাঁদের স্বপ্নের কথা তেমন মনে থাকে না, তাঁদের দেজা ভ্যু কম হতে দেখা যায়।

বুদ্ধিবৃত্তিক দিক থেকে যাঁরা বেশ এগিয়ে, তাঁদের দেজা ভ্যু অনুভব করার ক্ষমতা বেশি থাকে।

খুব বেশি ঘোরাঘুরি করলে কিংবা খুব বেশি চলচ্চিত্র দেখলে, বিশেষত ‘প্যারা-নরমাল’ চলচ্চিত্র দেখলে দেজা ভ্যু হতে পারে।

দেজা ভ্যুর ঠিক বিপরীত একটি ঘটনাও ঘটতে দেখা যায়, যার নাম জামাই ভ্যু। এ ক্ষেত্রে নিজের চেনা জায়গা বা চেনা কোনো বিষয়কে অচেনা বলে মনে হয়।