এসব দেশীয় বাদ্যযন্ত্রের কয়টি আপনি চেনেন

রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে হয়ে গেল দেশীয় বাদ্যযন্ত্রের প্রদর্শনী। ‘নিরাময়ের ঐকতান’ নামের এই প্রদর্শনীতে স্থান পায় বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন অঞ্চলের বাদ্যযন্ত্র। এই প্রদর্শনীর উদ্যোক্তা জাকির হোসেনের সঙ্গে যুক্ত ছিলেন মাঠপর্যায়ের বাউল শিল্পী-গবেষক ও শিক্ষার্থীরা। ৫ দিনের প্রদর্শনীটি শেষ হয়েছে ২৯ নভেম্বর। প্রদর্শনী ঘুরে ছবি তুলেছেন জাহিদুল করিম

প্রদর্শনীস্থলের এক কোণে একতারায় লালনের ছবি আঁকছেন এক শিল্পী
ছবি: জাহিদুল করিম
দেয়ালের পাশে সারি বেঁধে দাঁড় করিয়ে রাখা দোতারা
বাদ্যযন্ত্রে তুলির আঁচড়ের কাজ তখনো শেষ হয়নি
ফ্লোরা
বাঁয়ে ইগল, ডানে ইকরা, মাঝে তবলা
ঘটক
ফুলু
ঘটাম
মিরাত
সেতারা
একতন্ত্রী বীণা
গুপিচাঁদ
পদ্মরাগ
সানাই
কাজলা
রেবা, যোগ ও আলেফ
বাদ্যযন্ত্র তৈরির বিভিন্ন উপকরণ
একতারার লাউয়ের কাঠামো
কয়েকটি বাদ্যযন্ত্র
বেরাগ
খমক