আয়ুষ্মান বলছেন, এই পরাজয় সাফল্যেরই অংশ

বিশ্বকাপ ফাইনালে আজ মাঠে তো বটেই, গ্যালারিতেও তারকা কম ছিল না। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রনবীর সিংসহ অনেক বলিউড তারকাই উপস্থিত হয়েছিলেন ভারতকে সমর্থন দিতে। দিন শেষে অবশ্য তাঁদের মন খারাপ করেই ফিরতে হয়েছে। তবে পুরোটা সময় দলকে সমর্থন দিয়ে গেছেন এই তারকারা। হারের পরও দলকে সাধুবাদ জানিয়েছেন আয়ুষ্মান খুরানা। দেখুন ছবিতে।

আয়ুষ্মান খুরানার অভিব্যক্তিই বলে দিচ্ছে, ‘ইশ, হলো না!’
ছবি: আয়ুষ্মানের ইনস্টাগ্রাম থেকে
ব্যর্থতা - সাফল্যের বিপরীত নয়, সাফল্যের অংশ। খেলা শেষে ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে এই ছবি দিয়েছেন আয়ুষ্মান।
দলকে সমর্থন দিতে পুরো পরিবার নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ খান
রণবীর আর দীপিকাকেও দেখা গেছে গ্যালারিতে
পুরোটা সময় গ্যালারিতে ছিলেন। খেলা শেষেও এভাবেই বিরাটের পাশে ছিলেন আনুশকা শর্মা।